নিজস্ব সংবাদদাতা: ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই বাংলার পরিচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে। 

 


সোমবার সকালেই তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। জামিন মঞ্জুরও হয় তাঁর। আসল ঘটনাটি ঘটে ২০২১-এ। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, ওই সময় পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের একটি অভিজাত ক্লাবে ঢুকে শৌচালয় ব্যবহার করেন। পরে ক্লাবের ভিতরে বসে মদ্যপান করেন। এমনকী, রাত ১টার পর ক্লাব ছেড়ে আসার সময় পরীমণি নাসির উদ্দিন মাহমুদকে ডেকে পাঠান। এবং  বিনা মূল্যে মাদক দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমণি তাঁকে গালমন্দ করেন, পরে তাঁর দিকে একটি গ্লাস ছুড়ে মারেন অভিনেত্রী, যা তাঁর মাথায় ও বুকে লাগে। অভিনেত্রী তাঁকে হত্যার চেষ্টা বলে অভিযোগ করেন মাহমুদ। এই ঘটনার ভিত্তিতে ২০২৪ সালের এপ্রিলে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

 


এর আগে ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার আদালতে পরীমণিকে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি তা এড়িয়ে যান। ঘটনার আঁচ আগে পেয়েই শনিবার রাতে পরীমণি ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রীতিমতো গর্জে উঠেছিলেন। জানিয়েছিলেন, অন্যায় তিনি সহ্য করবেন না এবং প্রতিবাদ চালিয়ে যাবেন। কিন্তু শেষমেশ আত্মসমর্পণ করতে হল তাঁকে। এরপর মামলা কোনদিকে ঘুরবে তা জানা যায়নি।