সংবাদ সংস্থা মুম্বই:
বিয়ের পিঁড়িতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন
বিয়ে করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র বাংলাদেশের পরিচালক, প্রযোজক আদনান আল রাজীব। আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকার থকে কিছুটা দূরে এক রিসোর্টে বসবে তাঁদের বিয়ের নুষ্ঠান। আপাতত চলছে নিমন্ত্রণ পর্ব। বহুদিন ধরেই তাঁর প্রেম নিয়ে নানান গুঞ্জন রয়েছে। শেষমেশ সেই গুঞ্জনেই সিলমোহর পড়ল। জানা গিয়েছে, বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি মেহজাবীন।
‘তেরে ইশক মে’র শুটিংয়ে কৃতি
জোরকদমে শুরু হয়ে গিয়েছে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন ধনুষ এবং কৃতি শ্যানন। দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স-এ আগেই এ ছবির শুটিং শুরু করেছিলেন ধনুষ। এবার করলেন কৃতি। ছবির সেট থেকে ভাইরাল অভিনেত্রীর ক্ল্যাপস্টিক ধরার ছবি। ‘তেরে ইশক মে’র হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দুই নায়ক-নায়িকা। ছবিতে তাঁদের জুটির ম্যাজিক কতটা নজর কাড়তে পারে এখন সেটাই দেখার। গল্পে ধনুষের চরিত্রের নাম ‘শঙ্কর’ ও ‘মুক্তি’র চরিত্রে কৃতি। ‘তেরে ইশক মে’তে গানের দায়িত্বে রয়েছেন এ আর রহমান।
বিয়ে বিতর্কের আসরে প্রতীকের স্ত্রী
প্রতীক বব্বরের বিয়ে তাঁর পরিবারে শুরু হয়েছে জলঘোলা। তাঁর বিয়েতে নিমন্ত্রণ না পাওয়া নিয়ে নিজেদের অসন্তোষের লুকোননি প্রতীকের সৎ দাদা ও সৎ দিদি আর্য ও জুহি বব্বর। এতদিন চুপ থাকলেও এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রতীকের স্ত্রী প্রিয়া। কাটা, কাটাভাবে তাঁর সাফ বক্তব্য, “আমাদের বিয়েতে পরিবারের সকলে উপস্থিত ছিলেন। ওঁর-আমার দু’জনেরই। যাঁদের আমরা পরিবার মনে করি তাঁদের সকলের উপস্থিতেই এই বিয়েটা হয়েছে।’’
