নিজস্ব সংবাদদাতা: দিলজিৎ দোসাঞ্জের পর কলকাতা মাতাল বি প্রাকের সুরে। বাইপাসের পিসি চন্দ্র গার্ডেনে শুক্রবার ছিল শো। কলকাতায় এসে আপ্লুত গায়ক। শোয়ের শুরুতেই দর্শক, শ্রোতাদের করজোড়ে প্রণাম জানালেন। একাধিক জনপ্রিয় গান গেয়ে এদিন কলকাতাবাসীর মন জিতলেন বি প্রাক। শোয়ে উপচে পড়ছিল ভিড়, তার মাঝেই গায়কের জোরালো কন্ঠে মোহিত তিলোত্তমা।
এদিন সকালেই কলকাতায় পা রাখেন তিনি। সন্ধে ৬টায় পিসি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠান করলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা পরিচালক। আসল নাম প্রতীক বচ্চন।
পাঞ্জাবি ও হিন্দি গানে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রাকের বাবা ভারিন্দর বচ্চনও একজন পাঞ্জাবী সঙ্গীত প্রযোজক এবং সঙ্গীতজ্ঞ। ২০১২ সালে প্রাক গীতিকার জনির সঙ্গে দেখা করেন এবং 'বি প্রাক' নামে তাঁর সহযোগী হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালে, তিনি তাঁর প্রথম গান 'সোচ' নিয়ে আসেন শ্রোতার দরবারে। যা হার্ডি সান্ধুর গাওয়া এবং সুর বি প্রাকের।
লোকের মুখে শিল্পীর নাম ছড়িয়ে পড়ে যখন 'শেরশাহ' ছবির 'মন ভরেয়া' গান সামনে আসে ৷ প্রাকের অনবদ্য ও জোরালো স্বর মানুষের মনে ছাপ ফেলে৷ এদিনের অনুষ্ঠানে এই গানটিও তালিকায় রেখেছিলেন গায়ক।
