মার্ভেলপ্রেমীরা প্রস্তুত তো? শোনা যাচ্ছে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র প্রথম টিজার নাকি আসছে এই ডিসেম্বরে! হলিউডে কানাঘুষো শুরু হয়ে গেছে— এই বছরের শেষেই নাকি দেখা মিলবে মার্ভেল ইউনিভার্সের পরবর্তী মহাযুদ্ধের প্রথম ঝলক। আর সেই ঝলকই নাকি পালটে দিতে চলেছে মার্ভেল ইউনিভার্সের ভবিষ্যৎ! শুধু তাই নয়, আরও এক বড় চমক! খবর, জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর স্ক্রিনিং চলাকালীনই নাকি মিলবে ‘ডুমসডে’-র ঝলক। একেবারে আগাম ট্রিট!

 

যদিও মার্ভেল বা ২০থ সেঞ্চুরি স্টুডিওস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কিন্তু ইন্ডাস্ট্রি ইনসাইডার ড্যানিয়েল রিখ্টম্যানের দাবি, এই টিজার নাকি ২০২৫ সালের শেষের দিকেই দর্শকদের সামনে আসতে পারে— অর্থাৎ ছবির মুক্তির এক বছর আগেই!

 

তবে মার্ভেলের এই স্ট্র্যাটেজি নতুন নয়। ২০১৭ সালে ‘ইনফিনিটি ওয়ার’-এরও এক বছর আগে স্টুডিও প্রকাশ করেছিল ছবির বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও। তাই এবারও সেই ট্র্যাডিশন বজায় রাখার জল্পনাই তুঙ্গে।

 

২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ সিক্স-এর সেরা ছবি বলে ধরা হচ্ছে। এক কথায়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ সিক্স-এর কেন্দ্রবিন্দু। ছবিতে থাকছেন— ক্রিস হেমসওয়ার্থ (থর), সেবাস্টিয়ান স্ট্যান (বাকি বার্নস), রেবেকা রোমেইন (মিস্টিক), সিমু লিউ (শাং-চি), প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, কেলসি গ্রামার, অ্যালান কামিং, জেমস মার্সডেন এবং— সর্বশেষ ও সবচেয়ে চমকপ্রদ সংযোজন— রবার্ট ডাউনি জুনিয়র! কিন্তু এবার তিনি ফিরছেন না আয়রন ম্যান হিসেবে। রিপোর্ট বলছে, তিনি দেখা দেবেন ভিক্টর ভন ডুম, অর্থাৎডক্টর ডুম রূপে— আর সেই কারণেই ছবির নাম ‘ডুমস ডে’। সূত্র বলছে, তাঁর এই চরিত্রই পরবর্তী দুই ‘অ্যাভেঞ্জার্স’ ছবির কেন্দ্রীয় ভিলেন — এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর ভবিষ্যৎ ট্রিলজিরও মূল ভিত্তি।

 

শুটিং ইতিমধ্যেই শেষ, চলছে পোস্ট-প্রোডাকশন। এই ছবিই নাকি সরাসরি পথ খুলে দেবে ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স ’-এর জন্য, যা মার্ভেল ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের চূড়ান্ত পরিণতি এনে দেবে। শুটিং শেষ হয়েছে কয়েক মাস আগেই, এখন চলছে দ্রুত পোস্ট-প্রোডাকশন। খবর, ছবির স্পেশাল ইফেক্ট ও সিজিআই কাজের জন্য আলাদা টিম গঠন করেছে মার্ভেল, যাতে ‘ডুমসডে’-এর ভিজুয়াল ইমপ্যাক্ট আগের সব অ্যাভেঞ্জার্স ছবিকে ছাপিয়ে যায়।

 

 

ভাল করে ধরে রাখুন নিশ্বাস— কারণ মার্ভেল ইউনিভার্সে এবার নামছে এমন এক ঝড়, যার হাওয়া হয়তো ‘ইনফিনিটি ওয়ার’কেও ছাপিয়ে যাবে!
‘ডুমসডে’-এর পরেই ২০২৭-এ মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’— যা নাকি মার্ভেলের গোটা মাল্টিভার্স গল্পের চূড়ান্ত পরিণতি আনবে।
খবর, এই দুই সিনেমাই একসঙ্গে লিখেছেন ‘লোকি’ সিরিজের লেখক মাইকেল ওয়াল্ড্রন। মার্ভেল ফ্যানদের মতে, ‘ডুমসডে’-এর মধ্য দিয়েই শুরু হবে মাল্টিভার্স ডুম সাগা, যেখানে ডক্টর ডুম হয়ে উঠবেন এমন এক শক্তি, যার সামনে থর, শাং-চি, এমনকী মিস্টিকও অসহায়!