ফের ফিরছে ‘অবতার’! এবার আগুন আর ছাইয়ের রাজ্যে! জেমস ক্যামেরন তাঁর বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রথম ঝলক প্রকাশ করলেন। এবার গল্পে প্রবেশ করছে এক নতুন ও ভয়ংকর ভিলেন— ভ্যারাং, যাঁকে রূপায়ণ করছেন ওনা চ্যাপলিন। ভ্যারাং হলেন অ্যাশ জনজাতি (Ash People) নামের এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি জাতির নেত্রী। আগুনের রাজ্যে বসবাস করা এই আদিম গোষ্ঠীর জীবন কঠোর, রুক্ষ এবং বেঁচে থাকার লড়াইয়ে পূর্ণ। আরও ভাল করে বললে, ওনা চ্যাপলিন অভিনীত ভ্যারাং হলেন অ্যাশ জনজাতির নেত্রী, এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি উপজাতির যোদ্ধা। তিনি নরম সুরে কথা বলেন না—তিনি শাসন করেন।এই নাভিরা নয় সমুদ্রের শান্ত সন্তান। এরা আগুনে পোড়া, প্রতিশোধে পোড়া।
অ্যাশ জনজাতি তথা আগুনে-নাভিদের সম্পর্কে কিছু বিষয় যা এখনও পর্যন্ত জানা গিয়েছে -
এই অ্যাশ জনজাতি বা ‘আগুনে-নাভিগোষ্ঠী’ মূলত প্যান্ডোরা গ্রহের আগ্নেয় পরিবেশে গড়ে ওঠা এক যোদ্ধা জাতি। এরা মেটকায়িনা গোষ্ঠীর ঠিক উল্টো। মেটকায়িনা হল সেই গোষ্ঠী, যাঁরা ছিল ‘অবতার ২: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিতে। অর্থাৎ সমুদ্র ও দ্বীপে বসবাসকারী নাভি গোষ্ঠীরা। আগুন আর ছাইয়ের জমিতে গড়ে ওঠা জনগোষ্ঠী যুদ্ধ এবং বাঁচার তাগিদে এক অন্যরকম কঠোরতায় গড়ে উঠেছে।

ভ্যারাং— এক অন্ধকার নেত্রী, যার পেছনে আছে যন্ত্রণার ইতিহাস! ক্যামেরনের কথায়, “ভ্যারাং এমন এক নেত্রী যিনি চরম কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন। তাঁর ভেতর সেই কঠোরতা জন্মেছে, আর নিজের গোষ্ঠীর জন্য তিনি এমন কাজও করতে পারেন যা আমাদের চোখে ‘খারাপ’ বা ‘অমানবিক’ মনে হতে পারে।” এই নায়িকা-ভিলেন তাই শুধু খলচরিত্র নয়, বরং ধূসর চরিত্রের— যাঁর কাজের নেপথ্যে আছে গভীর বেদনা ও ত্যাগ।

মানুষ খারাপ, নাভি ভাল— এবার সেই ছকের বাইরে বেরিয়ে এলেন জেমস ক্যামেরন! বিশ্ববিখ্যাত এই পরিচালক জানাচ্ছেন, তিনি এবার সরিয়ে দিচ্ছেন সেই পুরনো যুদ্ধের ছক— ‘সব মানুষ খারাপ, সব নাভি ভাল’। এই ছবিতে থাকবে প্যান্ডোরার বিভিন্ন গোষ্ঠীর চরিত্রদের মানসিক জটিলতা, সংঘর্ষ এবং আবেগময় মোচড়, যা পূর্ববর্তী কোনও ‘অবতার’ ছবিতে দেখা যায়নি।
প্রথম ঝলক আসছে জুলাই ২৬, মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর’ ছবির সঙ্গে! এই সপ্তাহের শুক্রবার, ২৬ জুলাই, মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর : দ্য ফার্স্ট স্টেপস’ সিনেমার আগে বড় পর্দাতেই দেখা যাবে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ট্রেলার। স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে এটি বিশাল আকর্ষণ তৈরি করেছে।
চমক, চরিত্র আর সাসপেন্সে মোড়া তৃতীয় অধ্যায়। অবতারের গল্প এবার অন্য মোড়ে ঘুরছে- বলেছেন ক্যামেরন নিজেই। অ্যাকশন ও আবেগের জটিল মিশেলে এই ছবিটি হতে চলেছে সবচেয়ে থ্রিলিং অবতার সিরিজের ছবি।
‘অবতার’ সিরিজের এই নতুন ছবিতে কী কী নতুন? রইল কয়েক পশলা তথ্য।
ভ্যারাং – আগ্নেয় ভিলেন, আগুন-নাভিদের নেত্রী
নতুন নাভি গোষ্ঠী – অ্যাশ জনজাতি
প্রেক্ষাপট – আগ্নেয়গিরি, পার্বত্য অঞ্চল।
যুদ্ধ – জেক এবং নেইতিরি-র পরিবারকে ঘিরে এক মারাত্মক যুদ্ধ
এবং ছবির গল্প – আর নেই ভাল-মন্দের সোজা বিভাজন!
