প্রথম সুযোগেই পরিচালক হিসেবে নিজের জাত চিনিয়েছেন আরিয়ান খান। শাহরুখ-পুত্র পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'ব্যাডস অফ বলিউড' দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকমহলে। ছবি সমালোচকরাও আরিয়ানের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। আরিয়ান যে ছোট থেকেই কমিকস এবং সুপারহিরো বলতে অজ্ঞান, সেকথা অনেকেই জানেন। আরিয়ানের জন্যই শাহরুখ 'রা ওয়ান'-এর মতো সুপারহিরোধর্মী ছবি বানিয়েছিলেন। তা এবার শোনা যাচ্ছে, আরিয়ান নাকি নিজেই বানাতে পারেন আস্ত একটি ঝাঁ চকচকে সুপারহিরো ছবি। 

 

বলিউডে কি এবার তাহলে দেশি সুপারহিরোদের যুগ আসতে চলেছে? আরিয়ান খান নাকি এবার ঝাঁপ দিচ্ছেন রাজ কমিকস ইউনিভার্স-এর দুনিয়ায়! তাঁর প্রথম ছবি দ্য ব্যাডস অফ বলিউড –এর প্রশংসা পাওয়ার পরই নেটদুনিয়ায় জোর শোরগোল -আরিয়ান নাকি পরিচালনা করতে চলেছেন সুপার কমান্ডো ধ্রুব -এর সিনেমা, যেখানে মুখ্যচরিত্রে দেখা যেতে পারে অভিনেতা লক্ষ্য–কে! 

 

 

অনলাইনে ছড়ানো একাধিক পোস্টে দাবি করা হয়েছে, রাজ কমিকসের সঙ্গে ইতিমধ্যেই নাকি চুক্তি পাকা করে ফেলেছেন আরিয়ান। এমনকী, ২০২৬ সালের জানুয়ারিতেই নাকি আসছে এ ছবির প্রথম টিজার! রেডিট ও ইউটিউবে ছড়িয়ে পড়া এই গুঞ্জনেই উত্তেজিত হয়ে উঠেছেন রাজ কমিকস ভক্তরা, যাঁরা বহুদিন ধরে বড়পর্দায় নাগরাজ ও ধ্রুবকে দেখতে মুখিয়ে রয়েছেন।

 

তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি কোনও তরফেই।  যদিও রাজ কমিকসের স্রষ্টা মনোজ গুপ্তা জানিয়েছেন, “আমরা নাগরাজ ও সুপার কমান্ডো ধ্রুবকে নিয়ে তিন ছবির চুক্তির শেষ পর্যায়ে আছি। তবে কোনও অভিনেতা বা পরিচালকের নাম এখনই বলতে পারব না।” রাজ কমিকসের স্টুডিও হেড আয়ুষ গুপ্তাও বলেছেন, কথাবার্তা চলছে, কিন্তু কিছু প্রকাশ করার মতো এটা উপযুক্ত সময় নয়।

 

এই জল্পনার সূত্র নাকি এক ইউটিউব কমেন্ট! কিন্তু সেখান থেকেই রটনাটা তুষারগোলার মতো গড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং তা ক্রমশ বড় আকার ধারণ করছে।  ফ্যান কমিউনিটিগুলিতে এখন একটাই প্রশ্ন, "বলিউডে কি অবশেষে তৈরি হচ্ছে ভারতের নিজের সুপারহিরো ইউনিভার্স?” 

 

যদি সত্যিই এই প্রজেক্টে হাত দেন আরিয়ান, তবে এটি হবে তাঁর কেরিয়ারের এক নাটকীয় মোড়। প্রথম ছবিতে বলিপাড়ার কঠিন ব্যঙ্গচিত্র থেকে সরাসরি উড়ে যাওয়া এক ঝলমলে সুপারহিরো প্রজেক্টে। বহুদিন ধরেই রাজ কমিকস–এর জনপ্রিয় হিরোদের বড়পর্দায় আনার স্বপ্ন দেখছেন পরিচালকরা। একসময় অনুরাগ কাশ্যপও 'ডোগা' নামের প্রকল্পে আগ্রহ দেখিয়েছিলেন।

এখনও পর্যন্ত আরিয়ান খানের সঙ্গে রাজ কমিকস ইউনিভার্স-এর কোনও অফিসিয়াল সংযোগ নেই। তবে যদি গুজবটা সত্যি হয়, তাহলে ভারতীয় সুপারহিরো সিনেমার নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর তার প্রথম পাতায় থাকতে পারেন শাহরুখ-পুত্র আরিয়ান খান!