আরিয়ান খানের প্রথম ওয়েব শো ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির পর মাত্র দু’সপ্তাহেই এটি নেটফ্লিক্সের সারা বিশ্বের সর্বাধিক দেখা নন-ইংলিশ শোগুলির তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, শোটি ইতিমধ্যেই ১৪টি দেশে ট্রেন্ড করছে এবং তার মধ্যে ন’টি দেশে এক নম্বরে রয়েছে। শোয়ের এই সাফল্যের পর এবার প্রথমবার এর নির্মাণ নিয়ে মুখ খুললেন স্রষ্টা ও পরিচালক।

এক বিবৃতিতে আরিয়ান শো তৈরি করার সময়ের চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন এবং জানান কীভাবে তিনি নিজেকে সামলে এগিয়ে গিয়েছিলেন। শোয়ে রজত বেদির চরিত্রের বলা সংলাপের কথা উল্লেখ করে শাহরুখ-পুত্র বলেন, “যখনই পরিস্থিতি কঠিন হয়ে উঠত, তখনই আমার কানে বাজত জরজের সেই সংলাপ—‘হারার মধ্যে আর হার মেনে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে।’” 

আরিয়ান আরও যোগ করেন, “শুরুতে ভেবেছিলাম এটা আমাকে মোটিভেশন দিচ্ছে, কিন্তু পরে বুঝলাম এটা আসলে ঘুমের ঘাটতি আর ক্লান্তি থেকে আসা অনুভূতি। তবুও সেই ভিশনই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এখন যখন দেখি আমার কাজ মানুষকে খুশি দিচ্ছে, তখন তা আমার কাছে আবেগের হয়ে ওঠে… এটাই তো আমার কাজ করার আসল কারণ, এই কারণেই আমি গল্প বলার জগতে এসেছি।”

মিম থেকে শুরু করে ট্রেন্ডিং ভিডিও— সবেতেই জায়গা করে নিয়েছে ‘দ্য ব্যাডস অফ বলিউড’। শোটি ঘিরে তৈরি হওয়া সাংস্কৃতিক উন্মাদনার কথা বলতে গিয়ে আরিয়ান বলেন, “বিশ্বজুড়ে পাওয়া ভালবাসা সত্যিই অবিশ্বাস্য। শোটি একের পর এক দেশে ট্রেন্ড করছে, আর টাইমলাইন ভরে যাচ্ছে রিল, মিম এবং ফ্যান থিওরিতে। যা এক সময় ছিল আমার গল্প, এখন সত্যিই দর্শকদের হয়ে উঠেছে। আর শুধু নেটফ্লিক্সের কারণেই এই গল্প পৃথিবীর নানা প্রান্তের ঘরে পৌঁছতে পেরেছে।”

‘দ্য ব্যাডস অফ বলিউড’ একটি অ্যাকশন-কমেডি, যা হিন্দি ছবির জগতকে কেন্দ্র করে তৈরি মেটা-স্যাটায়ার। গল্পটি বলা হয়েছে এক বহিরাগত তরুণ অভিনেতার চোখ দিয়ে, যে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার লড়াই করছে। এই শোয়ে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়্যাল, অন্যা সিং, মোনা সিং, মণীষ চৌধুরী এবং মনোজ পাওয়া। তাছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অসংখ্য তারকাকে। ছিলেন স্বয়ং শাহরুখ খানও। আরিয়ানের প্রথম সিরিজ নিয়ে চর্চা এখনও থামেনি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট–কনটেন্ট, মনিকা শেরগিলও আরিয়ানের শোয়ের সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
শাহরুখ-পুত্রের প্রশংসা করে তিনি বলেন, “দ্য ব্যাডস অব বলিউড অসাধারণ সাড়া পেয়েছে। দর্শকরা প্রতিটি মুহূর্তকে মজার মিমে পরিণত করছেন, আন্তরিক প্রতিক্রিয়া শেয়ার করছেন, আবার পুরনো ক্লাসিক গানগুলোও নতুন করে ফিরিয়ে আনছেন—এসবই প্রমাণ করে কত গভীরভাবে এই শো তাঁদের হৃদয়ে দাগ কেটেছে। আরিয়ান খান সুন্দরভাবে তুলে ধরেছেন বলিউডের চিরন্তন হয়ে থাকার আসল কারণ। তার আবেগ আর স্বপ্ন জাগানোর ক্ষমতা। একই সঙ্গে তিনি ভক্তদের দিয়েছেন পর্দার আড়ালের দুনিয়ায় এক বিরল ঝলক। এমন আবেগ এবং উচ্ছ্বাস দেখা সত্যিই আনন্দের, আর আমরা আশায় আছি এই ভালোবাসর ঢেউ যেন আরও ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।”