বলিউডে শক্তিশালী অভিনেত্রীর প্রতিশব্দ যদি কেউ হন, তিনি নিঃসন্দেহে তাব্বু। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে তাঁর গ্রহণযোগ্যতা ও মর্যাদা প্রশ্নাতীত। তবে তাব্বুকে ঘিরে এমন এক অজানা তথ্য সামনে এসেছে, যা সরাসরি জড়িয়ে রয়েছে সঞ্জয় দত্তের একটি সর্বকালের ব্লকবাস্টার ছবির সঙ্গে।

 

বিশ্বাস করা কঠিন হলেও সত্যি। সঞ্জয় দত্তের সেই সুপারহিট ছবির প্রস্তাব এক সময় না করে দিয়েছিলেন তাব্বু। জানেন, কোন ছবির কথা বলা হচ্ছে? চলুন জানা যাক পুরো গল্পটা।

 

 

 

আটের দশক থেকে বলিউডে পথ চলা শুরু করা সঞ্জয় দত্তের কেরিয়ার ২০০০ সালের পর নতুন মোড় নেয় একটি বিশেষ ছবির হাত ধরে। সেই ছবিটিই তাঁর কেরিয়ারে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল। কিন্তু ব্যাপার হল, এই ছবির প্রধান নারী চরিত্রের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল তব্বুকে। তবে তখন নতুন পরিচালকের ছবিতে কাজ করতে রাজি হননি তিনি। সেই সময় ‘হেরা ফেরি’-র সাফল্যের রেশে তাব্বু ছিলেন তুঙ্গে, আর সেই কারণেই ঝুঁকি নিতে চাননি বলে মনে করা হয়।

 

 

 

 

যে ছবির কথা বলা হচ্ছে, সেটি হল, ‘মুন্না ভাই এমবিবিএস’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে প্রধান অভিনেত্রীর চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন তাব্বু। কিন্তু কোনও অজানা কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সেই চরিত্রে সুযোগ পান অপেক্ষাকৃত নতুন মুখ গ্রেসি সিং।

 

 

‘মুন্না ভাই এমবিবিএস’-এ ডাঃ সুমন ওরফে ‘চিঙ্কি’-র ভূমিকায় গ্রেসি সিং দর্শকদের মন জয় করে নেন। এই তথ্য প্রকাশ্যে এসেছে ছবিতে সার্কিট চরিত্রে অভিনয় করা অভিনেতা আরশাদ ওয়ার্সির মুখে। সম্প্রতি, দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানান। উল্লেখ্য, সঞ্জয় দত্ত ও তব্বু এর আগেও ‘সরহদ পার’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

 

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মুন্না ভাই এমবিবিএস’ বক্স অফিসে কার্যত ঝড় তোলে। মাত্র ১০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি আয় করেছিল ২৩ কোটি টাকারও বেশি। আজও এই ছবি বলিউডের অল টাইম ব্লকবাস্টার তালিকায় উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে।

 

তাব্বু সেই প্রস্তাব ফিরিয়ে না দিলে ইতিহাস অন্যরকম হতে পারত কি? এই প্রশ্ন আজও ঘোরে সিনেমাপ্রেমীদের মনে।