“জাদু কি ঝাপ্পি” সংলাপটি একবার শুনলেই মনে পড়ে যায় বলিউডের সেই অদ্ভুত বন্ধুত্বের কথা! 'মুন্নাভাই এমবিবিএস' আর 'লগে রহো মুন্নাভাই'-এর মুন্না আর সার্কিটকে কে ভুলতে পারে? সঞ্জয় দত্ত আর আরশাদ ওয়ার্সির সেই অদ্ভুত রসায়নই ছিল ছবির প্রাণ। দর্শক আজও তাঁদের জুটির তৃতীয় পর্বের অপেক্ষায়। এবার সেই আশায় নতুন আলো ফেললেন খোদ 'সার্কিট'।
এক সাক্ষাৎকারে আরশাদ জানিয়েছেন, বহু প্রতীক্ষার পর ‘মুন্নাভাই ৩’ নিয়ে পরিচালক রাজকুমার হিরানি সত্যিই কাজ শুরু করেছেন! অভিনেতার কথায়, “আগে তো এই ছবিটা একদম হচ্ছিল না। কিন্তু এখন রাজু (হিরানি) সত্যিই কাজ শুরু করেছেন। উনি সিরিয়াসলি লিখছেন, মনে হচ্ছে এ বার ছবিটা হবেই।”
এখানেই থামেননি আরশাদ। তিনি আরও বলেন, সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করা তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা- “সঞ্জু একদম আলাদা মাপের প্রতিভা। ওর সঙ্গে কাজ করা মানেই দারুণ মজা। ও রোজ শুটে এসে বলত, ‘ভাই, আজ আমরা কী করছি?’ আর আমি ওকে পুরো গল্পটা মনে করিয়ে দিতাম! ধরুন, গতকাল যে দৃশ্যটার শুটিং হয়েছে, আজ তার আগের ঘটনার শুট হবে, এইসব আর কি। সব শুনেটুনে ও বিরক্তই হত। যাই হোক, তারপরেও যা পর্দায় করত ও, অভাবনীয়।" অভিনেতার কথায়, “ওর সঙ্গে পর্দায় যা ঘটত আমার, তা নিছক ম্যাজিক ছাড়া কিছু নয়।”
এর আগে ২০২৩ সালে আরশাদ বলেছিলেন, 'মুন্নাভাই ৩' হয়তো আর হবে না, কারণ রাজু হিরানি স্ক্রিপ্ট নিয়ে ২০০% নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ শুরু করেন না। কিন্তু এখন, সব দিক থেকে সবুজ সঙ্কেত! অন্যদিকে, ২০২৪ সালের একটি অনুষ্ঠানে এই ছবির প্রসঙ্গে হিরানি নিজেও বলেছিলেন, “আমার কাছে একটা ইউনিক আইডিয়া আছে। মুন্নাভাই-এর তৃতীয় পর্ব আগের দু’টির থেকেও ভাল হতে হবে। শত বছরের সিনেমায় প্রায় সব কথাই বলা হয়ে গেছে, কিন্তু আমি নতুন একটা ব্যাপার ভেবেছি তবু।”
প্রসঙ্গত, রাজকুমার হিরানির পরিচালনা আর বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় মুন্নাভাই এমবিবিএস (২০০৩) আর লাগে রহো মুন্নাভাই (২০০৬) বলিউডে এক নতুন ইতিহাস গড়েছিল। প্রথম ছবিতে দেখা গিয়েছিল-মুম্বইয়ের এক গুণ্ডা মুন্না, যে বাবার স্বপ্ন পূরণ করতে মেডিক্যাল কলেজে ভর্তি হয়। দ্বিতীয় ছবিতে গাঁধীবাদকে আধুনিক ভাষায় তুলে ধরেছিলেন হিরানি, আর দর্শক তার প্রেমে পড়ে গিয়েছিল। দুটি ছবিই মিলে বিশ্বজুড়ে প্রায় ১৫৯.৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
এখন প্রশ্ন একটাই। ফিরবে কি মুন্না-সার্কিটের সেই জাদু? কারণ আরশাদের এই নতুন ইঙ্গিত কিন্তু বলছে, “হ্যাঁ, এবার সত্যিই কিছু হতে চলেছে!”
