আজকাল ওয়েব ডেস্ক: ‘টার্মিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার যখন ছেলেকে বড়পর্দায় দেখতে বসেছিলেন, তখন হয়তো এমন চমক পাওয়ার কথা ভাবেননি। কিন্তু ঠিক তাই-ই ঘটল। ‘দ্য হোয়াইট লোটাস’ সিজন ৩-তে প্যাট্রিক সোয়ার্ৎজেনেগারের নগ্ন দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান এই বিশ্ববিখ্যাত অ্যাকশন-তারকা।

 

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে একসঙ্গে বসেছিলেন বাবা ও ছেলে—আর্নল্ড ও প্যাট্রিক। সেই কথোপকথনেই উঠে আসে বিতর্কিত ওই দৃশ্যের প্রসঙ্গ। আর্নল্ড বলেন, “আমি ভাবতেই পারছিলাম না। আমি তখন তোমার শো দেখছি, হঠাৎ দেখি তোমার নগ্ন নিতম্ব! ভাবছিলাম, এটা হচ্ছেটা কী? এ তো একেবারে পাগলামো! তারপর নিজেকেই বললাম, ওহে আর্নল্ড! তুমি নিজেও তো ‘কোনান’ আর ‘টার্মিনেটর’-এ এই একই ব্যাপার করেছিলে। তাহলে এখন অভিযোগ করার কিছু নেই। কিন্তু সত্যি, অবাক হয়েছি—তুমি আমার পথ এতটাই হুবহু অনুসরণ করছ দেখে!”

 

১৯৮৪ সালে সারা বিশ্বের বক্স অফিসকে আলোড়িত করে মুক্তি পেয়েছিল  'দ্য টার্মিনেটর '। সে  ছবির শুরুর দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েই পর্দায় হাজির হয়েছিলেন আর্নল্ড। সেই ছবি তাঁকে রাতারাতি করে তোলে বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাকশন তারকা।

 

বাবার কথা শুনেটুনে প্যাট্রিক উত্তরে বলেন –“হ্যাঁ, সত্যিই মিলে গেছে! তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়া হল হোয়াইট লোটাসের নির্মাতা মাইক হোয়াইটের সঙ্গে কাজের সুযোগ। উনি নিজেই লেখেন, পরিচালনা করেন, তৈরি করেন—যাকে বলে একেবারে অল ইন ওয়ান!”

 

প্রসঙ্গত, আর্নল্ড ও মারিয়া শ্রাইভারের সন্তান প্যাট্রিক শোয়ার্জনেগার ছোট ছোট চরিত্র দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন ২০০০ সালের দিকে। ‘স্টাক ইন লভ’, ‘গ্রোন আপস ২’, ‘স্কাউটস গাইড টু দ্য জোম্বি অ্যাপক্যালিপ্স’ এর মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছিল টিনএজ চরিত্রে। ২০১৮ সালে 'মিডনাইট সান' ছবিতে পেলেন প্রথম মুখ্যচরিত্র। এরপর ‘জেন ৫’ সিরিজে নজর কাড়েন তিনি। আর 'দ্য হোয়াইট লোটাস' তাঁকে পৌঁছে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শেষ কথা — বাবা ‘টার্মিনেটর’-এর ছায়ায় ছেলেও এখন নিজের মতো করে সাহসী পদক্ষেপ নিচ্ছেন পর্দায়। পিতাপুত্রের এই খোলামেলা কথোপকথন, হলিউডে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে!