সংবাদসংস্থা মুম্বই: কিছু মাস আগে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন আমাল মালিক। অবসাদে ভোগার কথাও জানিয়েছিলেন সুরকার। আমাল সরাসরি আঙুল তুলেছেন তাঁর বাবা-মায়ের দিকে। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “আমার অভিভাবকদের কার্যকলাপের কারণেই আমরা দুই ভাই পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়েছি।” বাবা-মা নাকি তাঁকে দিনের পর দিন অপদস্থ করার চেষ্টা করে গিয়েছেন।
তিনি আরও লিখেছিলেন, “গত কয়েক বছরে ওঁরা আমার ভাল থাকাকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন, আমার সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, আমার ভাবনাচিন্তা, আমার আত্মবিশ্বাসকে খাটো করে দেখাতে চেষ্টা করছেন। কিন্তু আমি নিজের পথে চলছি, কারণ আমি জানি, আমি পারি এবং আমি বিশ্বাস করি আমার দৃঢ়তা রয়েছে।”
তবে এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই মুছে দিয়েছিলেন তিনি। পরিবারের থেকে সত্যিই কি দূরে সরে গিয়েছেন আমাল? দাদার জন্মদিনে এই গুঞ্জনে জল ঢাললেন গায়ক আরমান মালিক। সমস্ত বিবাদ ভুলে আরমান যেভাবে আমালকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তাতে ভ্রাতৃত্বের এক অদ্ভুত মেলবন্ধন দেখা গেল।
দাদার সঙ্গে ছবি ভাগ করে সমাজমাধ্যমে আরমান লিখছেন, "কোনও কিছুই আমাদের সম্পর্ককে ভাঙতে পারবে না, কিছুই আমাদের আলাদা করতে পারবে না। যতক্ষণ আমার এই স্পন্দিত হৃদয় থাকবে, আমি তোমাকে ভালবাসবো। তোমার সাথে, আমি সবসময় নিরাপদ এবং সম্পূর্ণ অনুভব করেছি.. এমনই হয় বড়দাদারা। ছোটভাইকে আগলে রাখে তাঁরা। শুভ জন্মদিন আমার লায়ন, আমাল মালিক। তোমার মুখের এই হাসিটা বারবার ফিরে আসুক এই কামনা করি।"
