টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কনসার্ট বাতিল আরমানের 


জনপ্রিয় গায়ক আরমান মালিক জাতীয় রাজধানীতে ঘটে যাওয়া বিস্ফোরণের জেরে তাঁর আসন্ন দিল্লি কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরমান মালিক তাঁর অনুরাগীদের জন্য একটি বিবৃতি জারি করে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিল্লির বর্তমান পরিস্থিতি এবং জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এই আকস্মিক ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত এবং যারা এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই কনসার্টটি মূলত দিল্লিতে হওয়ার কথা ছিল, যেখানে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা ছিল। তবে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং জনগণের উদ্বেগের কারণে, গায়ক ও আয়োজকরা মনে করেছেন যে, এই মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তিনি তাঁর অনুরাগীদের ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুতই নতুন তারিখ ঘোষণা করার আশ্বাস দিয়েছেন। 


অজয়ের ওটিটি সফর


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণের দীর্ঘ অভিনয় জীবনের সেরা কিছু কাজ এখন খুব সহজেই ওটিটি প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে। অ্যাকশন, কমেডি, রোম্যান্স ও থ্রিলারের মতো বিভিন্ন ঘরানার এই ছবিগুলি দর্শকদের কাছে বিপুল সমাদর পেয়েছে। বিশেষ করে, অজয় দেবগণের অনুরাগীদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর সেরা আটটি ছবি দেখার সুযোগ রয়েছে। ব্লকবাস্টার থ্রিলার 'দৃশ্যম' এবং বিশাল ভরদ্বাজের নির্দেশিত ক্লাসিক সিনেমা 'ওমকারা' দেখা যাবে জিও সিনেমাতে। অন্যদিকে, রোহিত শেট্টির জনপ্রিয় অ্যাকশন সিনেমা 'সিংঘম' উপলব্ধ রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।এছাড়াও, অজয়ের একাধিক জনপ্রিয় সিনেমা ডিজনি+ হটস্টারে পাওয়া যায়। এই তালিকায় রয়েছে তাঁর কমেডি ফ্র্যাঞ্চাইজি 'গোলমাল', অ্যাকশন-কমেডি 'সন অফ সর্দার', রোমান্টিক কমেডি 'দে দে পেয়ার দে', দেশপ্রেমমূলক ছবি 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' এবং ইনকাম ট্যাক্স আধিকারিকের সাহসী গল্পের ছবি 'রেড'। এই আটটি ছবির মাধ্যমে দর্শক খুব সহজেই অজয়ের বহুমুখী অভিনয় ক্ষমতার সাক্ষী হতে পারেন।

 

সলমন-তমান্নার 'বিহাইন্ড দ্য সিন'


অভিনেত্রী তমান্না ভাটিয়া সম্প্রতি 'দা-ব্যাং ট্যুর রিলোডেড'-এর নেপথ্যের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা তাঁর অনুরাগীদের উচ্ছ্বসিত করেছে। ইনস্টাগ্রামে বেশকিছু ছবি ভাগ করেন তমান্না। এই ছবিগুলির মধ্যে একটিতে বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে তাঁকে নাচতে দেখা গিয়েছে। এছাড়াও, তিনি মহড়া এবং ব্যাকস্টেজের বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে অন্যান্য সহ-অভিনেতাদের সাথে তিনি কঠোর পরিশ্রম করছেন। গতবার দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল 'দা-ব্যাং দ্য ট্যুর - রিলোডেড' অনুষ্ঠানটি। সলমান খান এবং তামান্না সেখানে একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। এই স্টার-স্টাডেড শো'তে সোনাক্ষী সিনহা, সুনীল গ্রোভার এবং মনীশ পালের মতো তারকারাও উপস্থিত ছিলেন। তবে এবার সোনাক্ষীকে দেখা যায়নি।