সুরকার ও গায়ক আমাল মালিক বর্তমানে সলমন খান সঞ্চালিত'বিগ বস ১৯'-এর একজন প্রতিযোগী। শো-এর সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল যখন আমাল ও আরেক প্রতিযোগী অভিষেক বাজাজের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপরেই আমালের ভাই এবং জনপ্রিয় গায়ক আরমান মালিক শো-এর নির্মাতাদের উপর ক্ষোভ প্রকাশ করেন।
সমাজমাধ্যমে তিনি অভিযোগ করেন যে নির্মাতারা এডিট করা প্রোমোগুলির মাধ্যমে তাঁর ভাইকে খারাপ ভাবে তুলে ধরছেন। যদিও পরে আরমান সেই পোস্টটি মুছে ফেলেন। আমাল মালিকের সঙ্গে অভিষেক বাজাজের ঝগড়ার ঘটনাটি দ্রুত আলোচনায় উঠে আসে। এই বিতর্কের পরেই আরমান মালিক তাঁর ভাইয়ের সমর্থনে এগিয়ে আসেন। তিনি সরাসরি 'বিগ বস ১৯'-এর নির্মাতাদের নিশানা করে বলেন যে তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমালকে ভুলভাবে উপস্থাপন করছেন।

আরমান তাঁর 'এক্স' (আগের টুইটার) হ্যান্ডেলে (বর্তমানে মুছে ফেলা) একটি পোস্টে লেখেন, 'ওঁরা যেভাবে প্রোমোগুলি এডিট করে আমালকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে এবং অন্যদিকে অন্য প্রতিযোগীরা কীভাবে উস্কানি দিচ্ছে বা খারাপ ব্যবহার করছে তা আড়াল করছে, তা সত্যি পাগলামির মতো। এই শো এবং এর বিষাক্ততা খুবই ক্লান্তিকর। আমি এটা কখনও পছন্দ করিনি, আর করবও না। শুধু প্রার্থনা করি আমার ভাই যেন এই সবের মধ্যে সুস্থ ও স্বাভাবিক থাকে।"
আরমান মালিকের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা আমালের সমর্থনে এগিয়ে আসেন। তবে, আরমান কিছুক্ষণ পরেই তাঁর সেই ক্ষোভ প্রকাশ করা পোস্টটি ডিলিট করে দেন। আমালের একজন অনুরাগী যখন আরমানকে অনুরোধ করেন যেন তিনি এই নেতিবাচকতাকে পাত্তা না দেন, তখন উত্তরে আরমান লেখেন, "আমি এই ধরণের নেতিবাচকতায় অভ্যস্ত নই। এটা আমার পছন্দের জিনিস নয়। আমি শুধু চাই আমার ভাই খুশি থাকুক ও সুস্থ থাকুক। অন্য কিছুতে আমার কিছু যায় আসে না।"
'বিগ বস'-এর ঘরে আমাল এবং অভিষেকের মধ্যে উত্তেজনা বেড়ে যায় যখন আমাল মন্তব্য করেন যে, যখনই কেউ আশনূর কৌর সম্পর্কে মন্তব্য করে, তখনই অভিষেক আত্মরক্ষামূলক অবস্থানে চলে যায়। এতে অভিষেক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পাল্টা আক্রমণ করেন, যার ফলে তাঁদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।
নেটপাড়ার মতে, এই ঘটনাটি দেখায় যে রিয়্যালিটি শো-তে প্রতিযোগীদের মানসিক চাপ এবং বিতর্ক কতটা তীব্র হতে পারে, এমনকী তা তাদের পরিবারের সদস্যদেরও ভাবিয়ে তোলে। আরমান মালিকের মন্তব্যটি প্রকাশ করে যে কিভাবে অনুষ্ঠানের এডিটিং বা উপস্থাপনা একজন প্রতিযোগীর ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে।
