টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের বাবা হবেন আরমান?
জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি ৩-খ্যাত আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা মালিককে দুটি পৃথক মামলায় পাতিয়ালা জেলা আদালতে তলব করা হয়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, তিন জনকেই ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে তলব দভিন্দর রাজপুত নামে এক ব্যক্তির দায়ের করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে এই সমন জারি করা হয়েছে, যিনি অভিযোগ করেছেন যে আরমান মালিকের কেবল দুটি নয়, চারটি বিয়ে রয়েছে, যা হিন্দু বিবাহ আইন লঙ্ঘন করেছে। কারণ হিন্দু ধর্ম অনুশীলনকারী ব্যক্তিদের কেবল একটি বিয়ের অনুমতি রয়েছে। আবেদনকারীর দাবি, এই কাজ ধর্মীয় বিশ্বাসের অবমাননা এবং ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ।ঘটনার পরিপ্রেক্ষিতে, আরমান ও পায়েল মালিক জনসমক্ষে প্রায়শ্চিত্তের উদ্যোগ নেন। ২২ জুলাই তারা পাতিয়ালার প্রখ্যাত কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর মধ্যেই ভাইরাল এই দম্পতি। কৃতিকা ইনস্টাগ্রাম একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি একটি প্রেগনেন্সি টেস্ট কিট হাতে নিয়ে হাসছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন আরমানের প্রথম স্ত্রী পায়েল। অর্থাৎ আবারও সন্তানসম্ভবা কৃতিকা। এই খবর ছড়াতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।
'ওয়ার ২'-এর দ্বিতীয় দিনের আয়

হৃতিক রোশন, কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশনধর্মী 'ওয়ার ২' ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই সব ভাষায় মিলিয়ে প্রায় ৫২.৫০ কোটি টাকা আয় করেছে। অয়ন মুখার্জীর পরিচালনায় ছবিটির এই জোরালো শুরু বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষ করে রজনীকান্তের 'কুলি'র সাথে প্রতিযোগিতায়, যেটি একই দিনে প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছে। তবে খেলা ঘুরল দ্বিতীয় দিনেই। ১৫০ কোটি টাকা আয় করল এই ছবি। প্রসঙ্গত,'ওয়ার ২'-এর পোস্ট ক্রেডিটে দেখা গেল ববি দেওলকে। তাঁর চরিত্রটি ইঙ্গিত দিল আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের আগামী ছবি 'আলফা'র। ওই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ববি। 'ওয়ার ২'-এ তাঁকে দেখা যায়, একটি বাচ্চা মেয়ের সঙ্গে গোপন তথ্য আদানপ্রদান করতে। নেটপাড়ায় তাই জল্পনা এই মেয়েটিই 'আলফা'য় আলিয়া ভাটের চরিত্রটি। পরে 'আলফা'য় ববির সঙ্গে আলিয়ার মুখোমুখি লড়াই হতে পারে।
আরও পড়ুন: ইতিহাস গড়ল 'দেবী চৌধুরানী', প্রথমবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হল বাংলা ছবির টিজার
ফের চর্চায় গোবিন্দা-সুনীতা
ফের চর্চায় গোবিন্দা-সুনীতা আহুজা। গোবিন্দা ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! এমন গুঞ্জন রটেছিল বলিপাড়ার অন্দরে। তবে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। কোনও তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনও কারণে কখনওই গোবিন্দাকে ছেড়ে যাবেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সুনীতা। তিনি জানান, গত এক বছর ধরে তিনি এবং তাঁর পরিবার মানসিক চাপের মধ্যে রয়েছেন। তাঁদের পরিবারের উপর আঙুল তুলছেন মানুষ, যা তিনি সহ্য করতে পারছেন না। গোবিন্দার সঙ্গে তাঁর সুখের সংসারও ভেঙে ফেলার চেষ্টা করছেন অনেকে, যা তিনি কখনও হতে দেবন না। তাঁর বিশ্বাস ভগবান সেই সব মানুষদের শাস্তি দেবেন। এই কথা বলতে গিয়েই চোখে জল চলে আসে সুনীতার।
