সংবাদসংস্থা মুম্বই: আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। একসঙ্গে বেশকিছু বছর থাকলেও অর্জুন-মালাইকার প্রেমেও ছেদ পড়ে। বয়সের ব্যাবধান নাকি অন্য কোনও বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা আজও খোলসা করেননি দু'জনের কেউই।
বিচ্ছেদের পর খবরের শিরোনামে আরও বেশি দেখা যায় অর্জুনকে। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। এদিকে, মুম্বইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে অভিনেতা নিজেকে 'সিঙ্গেল' বলে দাবি করেন।
আগামীতে অর্জুনকে দেখা যাবে ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং-এর সঙ্গে 'মেরে হাজব্যান্ড কি বিবি' ছবিতে। ছবির প্রচারে এসে নিজের প্রেম থেকে বিয়ের পরিকল্পনা নিয়ে সাফ জবাব দিলেন অর্জুন।
অভিনেতার কথায়, "বিয়ে নিয়ে যদি কোনও পরিকল্পনা করি ভবিষ্যতে, তাহলে সবাই জানতে পারবেন। আমার মনে হয়, এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে খুল্লম খুল্লা অনেক কথা বলেছি। তাই উপযুক্ত সময়ে সবাইকে জানিয়ে দেব ভবিষ্যৎ পরিকল্পনা।" প্রেম যে করছেন না এই বিষয়ে স্পষ্ট জবাব দেননি তিনি। তাই অর্জুনের অনুরাগীদের মনে প্রশ্ন তবে কি বর্তমান প্রেমিকাকে সবার চোখের আড়ালে রাখতে চান অভিনেতা?
