প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়ে অনুরাগীদের কার্যত স্তব্ধ করে দিয়েছিলেন অরিজিৎ সিং। সবাই ভেবেছিলেন, হয়তো এখানেই থামছে এক স্বর্ণযুগের কণ্ঠযাত্রা। কিন্তু না। অরিজিৎ আবার শিরোনামে। আর এবার কোনও হৃদয়ছোঁয়া গান নয়, বরং একেবারে নতুন, সাহসী কেরিয়ারের  মোড়কে।

প্লেব্যাক থেকে সরলেও ক্রিয়েটিভ দুনিয়া থেকে মোটেই সরে যাচ্ছেন না অরিজিৎ সিং। তিনি শুধু চলার পথটা বদলাচ্ছেন। গানের মাইক ছেড়ে এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক। খুব শিগগিরই তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে। জানা গিয়েছে, একটি জঙ্গল অ্যাডভেঞ্চার ছবির মাধ্যমে, যা তৈরি হচ্ছে প্যান-ইন্ডিয়া দর্শকদের কথা মাথায় রেখে। চার্টবাস্টার গান থেকে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ বলা অরিজিৎ সিং এখন পুরোপুরি পরিচালক।

পরিচালকের আসনে অরিজিতের এই অভিষেককে আরও বিশেষ করে তুলেছে ছবির কাস্টিং। হিন্দি এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা, সঙ্গে দেখা যাবে অরিজিতের নিজের ছেলেকেও। ছবিটি প্রযোজনা করছেন অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল সিং। মহাবীর জৈনের সঙ্গে যৌথভাবে। শুধু তাই নয়, ছবির গল্পও লিখেছেন অরিজিৎ নিজেই, কোয়েলের সঙ্গে মিলে যা এই প্রজেক্টকে আরও ব্যক্তিগত মাত্রা দিয়েছে নিঃসন্দেহে। ইতিমধ্যেই শান্তিনিকেতনে এক দফা হয়েছে ছবির শুটিং। বিশেষ চমক হিসেবে ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকেও।

ছবির প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্র জানায়,“পরিচালক হিসেবে নিজের ছবিটা নিয়ে এখন পুরোপুরি ব্যস্ত অরিজিৎ। এই প্রজেক্টটা নিয়ে ও অনেকদিন ধরেই ভীষণ সিরিয়াস ছিল, আর সেটা সময় ও মনোযোগ দাবি করত। এত কাজের প্রস্তাবের ভিড়ে থেকে এটা করা সম্ভব ছিল না। তাই আপাতত গানের কাজ থেকে সরে এসে পরিচালক হিসেবে নিজের দায়িত্বটা শেষ করতে চাইছে। তাই প্লেব্যাক থেকে অবসর-এই বিষয়টিকে এক বছরের মতো একটা বিরতি বলা যেতে পারে। অবসর নয়।”

অর্থাৎ, অরিজিৎ সিংয়ের কণ্ঠ হয়তো সাময়িকভাবে থামছে, কিন্তু তাঁর সৃষ্টিশীল যাত্রা নয়। এবার সেই যাত্রা এগোবে ক্যামেরার ফ্রেমে, জঙ্গলের গভীরে, এক নতুন গল্পের খোঁজে।

">

প্রসঙ্গত,  মঙ্গলবার ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লেখেন, নতুন কোনও প্লেব্যাক কাজ আর গ্রহণ করবেন না। শ্রোতাদের ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁর এই যাত্রা ছিল অসাধারণ।