সংবাদ সংস্থা মুম্বই: গানের রাজা এবার পরিচালনার মঞ্চে! এক ব্যতিক্রমী ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ছবির জন্য ক্যামেরা ধরতে চলেছেন অরিজিৎ সিং! “যে অ্যালবামে অরিজিৎ নেই, তা যেন অসম্পূর্ণ”—এই কথাটা শুধু শ্রোতার নয়, গোটা ইন্ডাস্ট্রিরও অনুভব। গত এক দশকে অরিজিৎ সিং হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী গায়কদের একজন। তবে এবার গান নয়, ক্যামেরার পিছনে বসতে চলেছেন তিনি।

 

২০২৫ সালের শেষদিকে পরিচালক হিসেবে নিজের প্রথম ছবির শুটিং শুরু করবেন অরিজিৎ। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই এই ছবি পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজক মহাবীর জৈন-এর সঙ্গে। এক ব্যতিক্রমী জঙ্গল অভিযানের গল্প লিখছেন অরিজিৎ নিজেই! অরিজিৎ বেশ কিছুদিন ধরেই পরিচালনায় আসার কথা ভাবছিলেন, কিন্তু এবার বিষয়টা বাস্তবের পথে।

আরও পড়ুন: বলিউডে স্টান্ট ছেড়ে এবার হলিউডে স্ট্রিট ফাইট করবেন বিদ্যুৎ! সঙ্গ দেবেন কোন বিখ্যাত ডব্লিউ ডব্লিউ ই তারকা?
 

এক ঘনিষ্ঠ সূত্র জানায়, অরিজিৎ অনেকদিন ধরেই নিজে ছবি বানানোর স্বপ্ন দেখছিলেন। কোয়েল সিং-এর সঙ্গে মিলে তিনি নিজেই লিখেছেন এই জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী স্ক্রিপ্ট। গল্পে থাকবে অ্যাকশন, রোমাঞ্চ আর একান্ত মানবিক টানাপোড়েন।

 

বিগ বাজেট, প্যান ইন্ডিয়া স্কেল, তারকাসমৃদ্ধ কাস্টিং আসছে! চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত। সূত্রের খবর অনুযায়ী, এই ছবি হবে একটি উচ্চাকাঙ্ক্ষী বিগ-বাজেট প্রজেক্ট। অরিজিৎ এখন প্রি-প্রোডাকশনের নানা দিক সামলাচ্ছেন, আগামী এক মাসের মধ্যেই ছবিটি কাস্টিং স্টেজে ঢুকবে। নির্মাতারা জাতীয় স্তরের বড় তারকাদের কাস্ট করতে চাইছেন।ছবিটি তৈরি হচ্ছে প্যান-ইন্ডিয়ান দর্শকের কথা মাথায় রেখে। তারই জন্য কাস্টিংয়েও জাতীয় পরিচিতি সম্পন্ন অভিনেতাদের জায়গা দেওয়া হবে।

 

প্রসঙ্গত, ‘বর্ডার ২’ ছবির গানের নতুন ভার্সন—‘সন্দেশে আতে হ্যায় ২.০’।  নির্মাতাদের আশা, একদিকে যেমন পুরনো গানটির আবেগকে ধরে রাখবে, তেমনই তাতে থাকবে আধুনিক ছোঁয়া। গানটি গাইবেন সোনু নিগম এবং অরিজিৎ সিং! সূত্র মারফত পাওয়া খবরে এও জানা গিয়েছে, এটিই নাকি হতে চলেছে এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার সবচেয়ে বড় দেশাত্মবোধক গান!  সূত্রের খবর, ছবির নির্মাতারা পুরনো গানটির স্বত্ব কিনেছেন ৬০ লক্ষ টাকায়! এই গানটাই যে প্রথম 'বর্ডার'-এর আত্মা ছিল, তা বুঝে এবার দ্বিতীয় পর্বেও তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ। প্রযোজক ভূষণ কুমার, জে পি দত্তা এবং নিধি দত্তা—তিনজনে মিলে গানটির স্বত্ব কিনেছেন মূল স্বত্বাধিকারীদের কাছ থেকে।

 

গানটি পর্দায় ফুটে উঠবে সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিত দোসাঞ্জের ওপর। ১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই মেগা প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ছবির শুটিং শেষ হওয়ার কথা আগস্টেই। ছবি মুক্তির তারিখও ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে — ২৬ জানুয়ারি, ২০২৬, ভারতের প্রজাতন্ত্র দিবসে।

 

সূত্র আরও জানাচ্ছে, গানটির মাধ্যমে তুলে ধরা হবে ভারতীয় সেনার প্রতিদিনের কঠিন লড়াই, নিঃশব্দ ত্যাগ আর প্রিয়জনদের জন্য বুকফাটা অপেক্ষা। ‘সন্দেশে আতে হ্যায় ২.০’ শুধু গান নয়—এ এক গর্জন, এক অভিবাদন ভারতীয় জওয়ানদের।

 

অন্যদিকে, জনপ্রিয় তারকা হয়েও অরিজিৎ সিং হয়েও আদ্যপান্ত ছাপোষা। আঠারোর কিশোরী কিংবা মধ্যবয়সি যুবক— বিভিন্ন প্রজন্মকে এক তারে বেঁধেছেন তিনি, তাঁর গানের মাধ্যমে। প্রচারের আলো এবং ফিল্মি দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। বিভিন্ন সামাজিক উদ্যোগে জড়িত থাকার পাশাপাশি সবার সঙ্গে নম্র ব্যবহার -এই গুণগুলো অরিজিতের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। প্রায়শই অরিজিতের ব্যবহার নজর কাড়ে নেটপাড়ার।