ফের শিরোনামে জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। তবে ব্যক্তিগত জীবনের জন্য নয় কিন্তু। খবর, নিজের নতুন ছবি মালিক-এর শুট করতে গিয়ে জখম হয়েছেন তিনি! আগুনে পুড়ে তাঁর পায়ে বেশ খানিকটা ক্ষতও নাকি হয়েছে। তবে এও শোনা গিয়েছে, সেই চোট গুরুতর নয়। তাই সেই অবস্থাতেই ফের শুটিং শুরু করেছেন তিনি!
ঢাকা থেকে খানিক দূরে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় ঢাকাই বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতার। যদিও এ দুর্ঘটনা নিয়েও চুপ শুটিংয়ের পুরো ইউনিট। তবে এক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়! আগুন হঠাৎ ধরে উঠে শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা যেন আরো উঁচু হয়ে ওঠে। আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই সেই আগুন নেভানোর চেষ্টা করেন, তাঁর হাতে থাকা শুটিংয়ের প্রপসের মাধ্যমে, কিন্তু কিছুতেই নাকি আগুন নেভানো যাচ্ছিল না। একটা সময় মাটিতেও নাকি লুটিয়ে পড়েন ছবির নায়ক। স্বভাবতই এরপর মুহূর্তের মধ্যে পুরো ইউনিট ছুটে আসে অভিনেতার দিকে। আগুন নেভানো হয়। যদিও ‘মালিক’-এর পরিচালক সইফ চন্দন এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তবু সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে শুভ্র পায়ে আগুন লাগার সেই মুহূর্তের ছবি!

এই প্রথম নয়, এর আগেও কিস্তিমাৎ ছবির শুটিংয়ে চোট পেয়েছিলেন শুভ। ঘোড়ায় চড়ার দৃশ্যে অভিনয় করাকালীন একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। চোট সেবার মোটেও ছোটখাটো ছিল না। অগ্নি ছবির শুটিং করাকালীনও থাইল্যান্ড চোট পেয়েছিলেন শুভ। সেবারে তাঁকে অবশ্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলাদেশি অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে আরিফিন শুভ-র নাম জড়িয়ে মুচমুচে গুঞ্জন ছড়িয়েছিল বাংলাদেশের বিনোদন জগতে। তাঁদের দু'জনের একটি ছবি পোস্ট করেছিলেন খোদ শুভ! এই ছবির মাধ্যমে অভিনেত্রীর প্রতি ভালবাসার কথাও প্রকাশ করেছেন অভিনেতা। তাতেই নেটপাড়ায় গুঞ্জনের আওয়াজ পরিণত হয় হইচইতে। এমনিতে জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দু’জনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি।
তবু এই জুটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে একের পর এক ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছে শুভ-ঐশীকে।এই পোস্টের মাধ্যমে অনুরাগী মহলে উত্তেজনা ছড়িয়ে দিলেন আরিফিন শুভ। হৃদয়ের ইমোজিসহ নিজেদের একটি প্রেমময় ছবি প্রকাশ করলেন নিজের দেয়ালে। তার উপরে ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’। তবে কি সত্যি সত্যি ঐশীর প্রেমে ডুব দিলেন শুভ? অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

এসব ছবি- ক্যাপশনেই বেড়েছে কৌতুহল। নেটিজেনরা প্রশ্ন করছেন, সত্যিই কি প্রেমে পড়েছেন শুভ-ঐশী? না কি এটি ‘নূর’ ছবির প্রচারের একটি কৌশল মাত্র। অনেকে অবশ্য তাই বলছেন। শুভ ও ঐশীর ক্যাপশনগুলো মূলত রাহয়ান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমার গানের লাইন। হয়তো শিগগিরই সেই গান প্রকাশ হবে।
