সামান্থা রুথ প্রভু এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক জুটির অন্যতম রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়।এখনও পর্যন্ত যদিও কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের বিষয়ে কিছু স্বীকার বা অস্বীকার করেননি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বলেই মত নেটদুনিয়ার একাংশের। বিশেষ করে রাজের স্ত্রী শ্যামলী দে-র একটি মন্তব্য এবং তাঁর সোশ্যাল মিডিয়ায় দেওয়া রহস্যময় পোস্টগুলি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

গতকাল রাত থেকেই নিয়ে জোরদার হয়েছে এমন গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে আজই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিডিমোরু। যদিও এখনও পর্যন্ত এই খবর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু নেটদুনিয়ায় জল্পনার পারদ চড়েছে চোখে পড়ার মতো। এও শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানটি হতে চলেছে একেবারেই  ছোট্ট পরিসরে ও ঘরোয়া আয়োজনে। বিয়ের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত ইশা যোগ ফাউন্ডেশন। উল্লেখযোগ্যভাবে, সামান্থা ইশা যোগ ফাউন্ডেশনের নিয়মিত দর্শনার্থী এবং আধ্যাত্মিক চর্চার সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগ রয়েছে। আর সেই কারণেই নাকি নিজের বিয়ের আসর হিসেবে এই জায়গাটি বেছে নিয়েছেন অভিনেত্রী, এমনটাই ধারণা অনেকের।  আরও গুঞ্জন, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা। কোনও জাঁকজমক বা কোনও জাঁকজমক বা সেলিব্রিটি ঢল নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও সংযত আয়োজনেই নাকি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সামান্থা ও রাজ।তবে এখনও পর্যন্ত সামান্থা বা রাজ কেউই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করেননি। তাঁদের মধ্যে কেউই এই বিয়ের খবর নিয়ে কোনও মন্তব্য করেননি।তবে তাঁদের একসঙ্গে একাধিকবার দেখা যাওয়া, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং সাম্প্রতিক সময়ে জনসমক্ষে উপস্থিতি, সবকিছু মিলিয়ে যে তাঁদের সম্পর্ক নিছক গুঞ্জনের স্তরে নেই, তা বলছেন বিনোদন মহলের একাংশ।


সম্প্রতি, শ্যামলীর একটি মন্তব্য নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে তিনি যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “মানুষ কখনও কখনও মরিয়া হয়ে ওঠে।” সরাসরি কোনও নাম না করলেও, এই মন্তব্য যে ইঙ্গিতবাহী, তা বুঝতে বিশেষ অসুবিধে হয়নি নেটিজেনদের। কারণ, গত কয়েক মাস ধরে শ্যামলীর ইনস্টাগ্রাম পোস্টে বারবার উঠে এসেছে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘ছেড়ে দেওয়ার’ মতো শব্দ। আর ঠিক সেই সময়েই প্রকাশ্যে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে সামান্থা ও রাজকে।

 

 

 

সামান্থা এর আগেও রাজ ও ডিকে-র সঙ্গে কাজ করেছেন। তাঁদের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে সামান্থার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী কার্যত রাজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ আভাস দেন। নিজের সুগন্ধি ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে রাজের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে ছবি পোস্ট করেন সামান্থা। সেই ছবি ঘিরেই প্রথম জোরালো গুঞ্জন শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে।

গত এক বছর ধরে একাধিকবার একসঙ্গে দেখা গেছে দু’জনকে কখনও পিকলবল টুর্নামেন্টে, কখনও বা ছুটির ভ্রমণে। যদিও এখনও পর্যন্ত সামান্থা বা রাজ কেউই আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে ধারাবাহিক এই উপস্থিতি জল্পনাকে কার্যত আরও শক্ত করেছে।

এদিকে সামান্থার ব্যক্তিগত জীবনে এই অধ্যায় নতুন নয়। অভিনেত্রী আগে বিবাহিত ছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে। ২০২১ সালে চার বছরের দাম্পত্যে ইতি টানে তাঁদের সম্পর্ক। বর্তমানে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে বিবাহিত।

সব মিলিয়ে সামান্থা-রাজ সম্পর্ক, শ্যামলীর ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং অতীত সম্পর্কের সমীকরণ, এই মুহূর্তে দক্ষিণী ও হিন্দি বিনোদন মহল জুড়েই তৈরি হয়েছে কৌতূহলের টানটান আবহ। আনুষ্ঠানিক মন্তব্য না আসা পর্যন্ত, এই গল্প যে আরও বাঁক নেবে, তা বলাই বাহুল্য।