সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
এক ফ্রেমে হৃতিক-রণবীর?
প্রায়ই বলিউডের অভিনেতাদের একসঙ্গে একই ছবিতে দেখা যাচ্ছে। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন হৃতিক রোশন ও রণবীর কাপুর! সম্প্রতি, পাপারাজ্জিদের ক্যামেরার সিদ্ধার্থ আনন্দের অফিসের বাইরে ধরা পড়েছেন এই দুই তারকা। একই সঙ্গে তাঁদের দেখে কৌতূহল বেড়েছে নেটিজেনদের। তবে হৃতিক আর রণবীর দু'জনেই আলাদা ছবির জন্য এসেছিলেন সিদ্ধার্থ আনন্দের কাছে। ঘটনাচক্রে তাঁদের দেখা হয়ে যায়।
করবা চৌথের ব্রত জাহিরের
বিয়ের পর প্রথম করবা চৌথের ব্রত রেখেছেন সোনাক্ষী সিনহা। কিন্তু স্ত্রীর সঙ্গে এই ব্রত পালন করলেন জাহির ইকবালও। কিন্তু কেন এমনটা করলেন? এই উত্তর নিজের সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীই প্রকাশ্যে এনেছেন। করবা চৌথের একটি ভিডিও ভাগ করেন তিনি। সেখানে জাহির বলেন, সোনাক্ষী যেহেতু ব্রত পালনের জন্য উপোস করেছেন, তাই সোনাক্ষীর সামনে তিনি কিছু খেলে স্ত্রীর হাতে খুন হয়ে যেতেন তিনি। সেই ভয়েই নাকি নিজেও উপোস করেছেন জাহির।
'জিগরা'র অসফলতার জন্য কে দায়ী?
আলিয়া ভাট ও বেদাঙ্গ রায়না অভিনীত 'জিগরা' বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। কিন্তু এই ছবির সাফল্য না পাওয়ায় জন্য কাকে দায়ী করলেন পরিচালক ভাসান বালা? সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, "এই ছবির অসফলতার জন্য আমিই দায়ী। এমনকিছু রয়েছে নিশ্চয়ই এই ছবিতে যা দর্শকের মন কাড়তে পারছে না। আমার ঘাটতি থেকে গিয়েছে কিছুতে।"
