দাবার চালে নাকি দারুণ মাথা চলে তাঁর! একের পর এক বোড়ের চালি যে ভাবেই হোক ‘রানি’ টিকিয়ে রাখেনই।
তাঁর একটি ছবিতে তেমনই দেখিয়েছেন। রানিকে বাঁচাতে নায়ক অন্য ঘুঁটি এগিয়ে দিয়েছেন। ব্যক্তি জীবনেও নাকি পরিচালক একই নীতিতে বিশ্বাসী। যার জেরে তাঁর কাছে যখন যে ‘রানি’ থুড়ি নায়িকা থাকেন, তিনি সুরক্ষিত। তিনি ‘প্রেমট্রেম’ করতে নায়িকাকে বিদেশে নিয়ে যান। যত্নআত্তি করেন। প্রেম ভাঙলেও তাই তাঁর নামে কোনও নায়িকার নালিশ নেই!
ছোট থেকে বড়পর্দা— পরিচালকের কিছুতেই আপত্তি নেই। কখনও ছোটপর্দার নায়িকাশ্রী ‘দ্যুতি’ ছড়িয়েছেন তাঁর জীবনে। এখন যেমন তার ডালে ‘পাখি’র ওড়াওড়ি। তাতেই ‘মধু’ময় তাঁর জীবন! নতুন প্রেমিকা এখনও পরিচালকের সঙ্গে বিদেশ পাড়ি দেননি। তবে প্রিমিয়ারে তাঁর উপস্থিতি রীতিমতো উজ্জ্বল। আর তাতেই টলিপাড়ায় গুনগুন। নিন্দুকদের চর্চা, চালে মাত হলেও নায়িকা যথেষ্ট ভাল পাল্টা চাল দিতে জানেন। আগামীতে কী হয়, সেটাও এখন দেখার?
তাঁর একটি ছবিতে তেমনই দেখিয়েছেন। রানিকে বাঁচাতে নায়ক অন্য ঘুঁটি এগিয়ে দিয়েছেন। ব্যক্তি জীবনেও নাকি পরিচালক একই নীতিতে বিশ্বাসী। যার জেরে তাঁর কাছে যখন যে ‘রানি’ থুড়ি নায়িকা থাকেন, তিনি সুরক্ষিত। তিনি ‘প্রেমট্রেম’ করতে নায়িকাকে বিদেশে নিয়ে যান। যত্নআত্তি করেন। প্রেম ভাঙলেও তাই তাঁর নামে কোনও নায়িকার নালিশ নেই!
ছোট থেকে বড়পর্দা— পরিচালকের কিছুতেই আপত্তি নেই। কখনও ছোটপর্দার নায়িকাশ্রী ‘দ্যুতি’ ছড়িয়েছেন তাঁর জীবনে। এখন যেমন তার ডালে ‘পাখি’র ওড়াওড়ি। তাতেই ‘মধু’ময় তাঁর জীবন! নতুন প্রেমিকা এখনও পরিচালকের সঙ্গে বিদেশ পাড়ি দেননি। তবে প্রিমিয়ারে তাঁর উপস্থিতি রীতিমতো উজ্জ্বল। আর তাতেই টলিপাড়ায় গুনগুন। নিন্দুকদের চর্চা, চালে মাত হলেও নায়িকা যথেষ্ট ভাল পাল্টা চাল দিতে জানেন। আগামীতে কী হয়, সেটাও এখন দেখার?
