অনুষ্কা শর্মা প্রায় সাত বছর ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘জিরো’ ছবিতে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। এরপর তিনি ভারতীয় ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘চাকদা এক্সপ্রেস’ ছবির শুটিং করেন। যদিও ছবিটির শুটিং ২০২২ সালেই শেষ হয়ে যায়, তা সত্ত্বেও এখনও পর্যন্ত এর মুক্তি স্থগিত রয়েছে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’এর নির্মাতারা ছবিটি মুক্তির জন্য নতুন করে উদ্যোগী হয়েছেন। প্রতিবেদনের সূত্র অনুযায়ী, প্রযোজকরা নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন, যাতে তাঁরা এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ছবিটি মুক্তির পথ সুগম করেন। সূত্রের দাবি, “আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের অনুরোধ করেছি যেন তাঁরা ছবিটি মুক্তি দিতে সাহায্য করেন। ঝুলন দির মতো কিংবদন্তির উপর তৈরি এই বায়োপিক দর্শকদের কাছে পৌঁছনো উচিত।”

খবরে আরও বলা হয়েছে, ছবিটি দীর্ঘদিন ধরে আটকে আছে কারণ নেটফ্লিক্স কর্তৃপক্ষ ছবির চূড়ান্ত ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “প্রযোজনা খরচ নির্ধারিত বাজেটের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। তার উপর নেটফ্লিক্সের শীর্ষ কর্মকর্তারা ছবির গতি-ধারায় সন্তুষ্ট হননি। তবে ছবিটি এখনও শক্তিশালী এবং আবেগপূর্ণ।”

বর্তমানে ‘চাকদা এক্সপ্রেস’এর একচেটিয়া অধিকার নেটফ্লিক্সের কাছেই রয়েছে। সাম্প্রতিক ক্রিকেট জয়ের পর ছবিটি নিয়ে আবার নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। প্রতিবেদনের আরও দাবি, “স্ট্রিমিং প্ল্যাটফর্মের অভ্যন্তরে বৈঠক শুরু হয়েছে, এবং আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই ছবিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে — হয় অতিরিক্ত সম্পাদনার পর মুক্তি, নয়তো পুনর্বিবেচনা।”

উল্লেখ্য, ‘চাকদা এক্সপ্রেস ’ হল ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত একটি ক্রীড়াভিত্তিক বায়োপিক, যা নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা।

অন্য দিকে, ব্যক্তিগত জীবনে অনুষ্কা শর্মা এবং তাঁর স্বামী, ক্রিকেটার বিরাট কোহলি, বর্তমানে লন্ডনে বসবাস করছেন। ২০২৪ সালে তাঁরা ভারত থেকে চলে যান, তবে পেশাগত কারণে মাঝে মাঝে দেশে ফিরে আসেন।

অনুষ্কা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি মডেলিং দিয়ে নিজের কর্মজীবন শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন। ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’র মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক ঘটে, এবং এরপর ‘ব্যান্ড বাজা বারাত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সুলতান’  ও ‘পিকে’র মতো সফল ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। শুধু অভিনয় নয়, তিনি প্রযোজক হিসাবেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন, তাঁর প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ থেকে তৈরি হয়েছে একাধিক প্রশংসিত ছবি এবং ওয়েব সিরিজ। বিয়ের পর তিনি ধীরে ধীরে গ্ল্যামার জগত থেকে কিছুটা দূরে সরে গিয়েছেন। তবে ‘চাকদা এক্সপ্রেস’ ছবির মাধ্যমে আবারও তাঁর বড় পর্দায় প্রত্যাবর্তনের সম্ভাবনা জাগিয়েছেন।