দীর্ঘ সাড়ে তিন বছর পর অবশেষে থামতে চলেছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের সফর। রবিবার, ২৯ নভেম্বর শেষবারের মতো সম্প্রচারিত এই ধারাবাহিক। গত ২৭ নভেম্বর শুক্রবার শেষবারের মতো শুটিং করে স্বস্তিকা ঘোষ, রাহুল মজুমদাররা। বলাই বাহুল্য শেষ দিনে মন ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের। 

প্রথম ধারাবাহিক, এতদিনের অভ্যাস, সফর শেষ হওয়ায় মন খারাপ স্বস্তিকা ওরফে 'দীপা'র। তিনি শেষ দিনের শুটিংয়ে এসে জানান, "দীপা আমার সঙ্গে সারাজীবন থাকবে।" তবে দীপা ওরফে সুদীপা প্রফ স্বস্তিকা থাকলেও, ছিলেন না সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে অভিনেতা 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির প্রচারে ব্যস্ত। সেই কারণে নাকি অন্য কারণে তিনি 'অনুরাগের ছোঁয়া'র শেষ দিনে ছিলেন না জানা যায়নি। তবে তাঁকে মিস করেছেন রাহুল মজুমদার। তিনি এদিন অকপটে জানান, "এই ধারাবাহিকের ৯০ শতাংশ দিব্য, বাকি ১০ শতাংশ আমি। শেষদিনে ও সঙ্গে থাকলে ভাল লাগত।" 

এতদিনের পথ চলা। সকলের দুর্দান্ত বন্ডিং তৈরি হয়েছিল। ফলে শেষ দিনে কান্নায় ভেঙে পড়েন কলাকুশলীরা। ১২৪৫ পর্বে এসে পথ চলা শেষ হবে এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিক। 

কোন চমক থাকছে দর্শকদের জন্য 'অনুরাগের ছোঁয়া'র শেষ পর্বে? রবিবার, ৩০ নভেম্বর শেষবারের মতো রাত সাড়ে ৯টায় সম্প্রচার শুরু হবে 'অনুরাগের ছোঁয়া'র। তবে চলবে রাত ১২ টা পর্যন্ত। অর্থাৎ আড়াই ঘণ্টার মহাপর্ব দেখা যাবে এদিন। জানা গিয়েছে, মিল দেখিয়েই শেষ হবে ধারাবাহিক। তবে আর কী চমক থাকবে সেটা শেষ দিনই ছোটপর্দায় দেখা যাবে। তবে এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে এ প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, তাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সুদীপা তার হারানো পরিবার খুঁজে পেতে পারে। কেন? কারণ সে তার মায়ের ছবি, পোস্টার পায় সে একটা। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।

প্রসঙ্গত আগামী সোমবার, ১ ডিসেম্বর থেকে 'অনুরাগের ছোঁয়া'র জায়গায় রাত সাড়ে নয়টার স্লটে আসছে নতুন ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'। এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফের 'গাঁটছড়া' ধারাবাহিকে 'খড়িদ্ধি' জুটি ফিরছে। মুখ্য ভূমিকায় থাকবেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অলিভিয়া সরকার, শ্রীময়ী চট্টরাজ, প্রমুখকে। এই গল্পে একজন প্রেমে বিশ্বাসী, আরেকজন নয়, শেষ পর্যন্ত কীভাবে তাদের দু'জনের জীবন এক সুতোয় বাঁধা পড়ে সেই গল্পই বলবে এই মেগা।