এই মাসেই শেষ দিনের শুটিং হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়ার'। সম্ভবত ২৬-২৭ নভেম্বর হবে শেষ দিনের শুটিং। টিআরপি তালিকাতে স্লট লিডার হয়েও এইভাবে হঠাৎ করে শেষ করে দেওয়া হবে ধারাবাহিক তা ভাবতেই পারেননি অভিনেতা রাহুল মজুমদার।
গতকাল সকালে হঠাৎ করে 'অনুরাগের ছোঁয়া' শেষ হওয়ার খবর পান সকলে। প্রথমে বিশ্বাস করতে না পারলেও, পরে সত্যিটা জানতে পারেন রাহুল। 'অনুরাগের ছোঁয়া'য় নতুন গল্প শুরু হওয়ায় দেখা যায় নতুন জুটি রাহুল মজুমদার এবং স্বস্তিকা দত্তকে। প্রথম দেখে অনেকেই ভেবেছিলেন দিব্যজ্যোতি ও স্বস্তিকার পর এই জুটিকে দর্শক কতটা মেনে নেবেন, তবে অদ্ভুতভাবে প্রথম থেকেই এই জুটি দশকদের অত্যন্ত ভালবাসা পেয়েছে। অন্যতম জনপ্রিয় জুটি বলা যেতে পারে। এছাড়াও প্রায় প্রত্যেক সপ্তাহেই স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। তারপরও আচমকা ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর পাবেন তা ভাবতে পারেননি রাহুল মজুমদার।
এদিন রাহুল জানান, 'খুব মন খারাপ আমার, গতকাল এই খবরটা শোনার পর বাড়িতে এসে থেকে চুপচাপ হয়ে রয়েছি। অনেকদিন বাদে এই ধারাবাহিকের মাধ্যমে আবার কাজ শুরু করলাম, নতুন গল্প নতুন ভাবে এগোবে অনেক দিন, এটাই জানানো হয়েছিল। তাই প্রথম দিকে না বললেও পরে রাজি হই। তবে এইভাবে তিন মাসের মধ্যেই যে বন্ধ করে দেওয়া হবে তা ভাবতে পারিনি। কেন তাহলে নতুন করে ধারাবাহিকের গল্প শুরু হল বা আমাদের নেওয়া হলো তা বুঝতে পারছি না। কয়েক দিনের মধ্যেই দর্শকেরা যা ভালবাসা দিয়েছেন সেটা কল্পনাতীত। নতুন পরিবারের সঙ্গে বেশ ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সেখানে যে এইভাবে শেষের খবর পাবো তা সত্যিই ভাবিনি।' তিনি এদিন এও জানান, 'এর আগে কোন ধারাবাহিকের ক্ষেত্রেই আমার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। তাই এখনও মেনে নিতে বেশ অসুবিধা হচ্ছে। এবার থেকে ভেবেচিন্তে কাজ করতে হবে।'
ধারাবাহিক থেকে প্রায় এক বছর বিরতির পর এই কাজ শুরু করেন রাহুল। মাঝে মেয়ে আয়রার সঙ্গে বেশ ভাল সময় কাটিয়ে অবশেষে কাজে ফিরেছিলেন। পুরনো ধারাবাহিক হলেও যেহেতু গল্প একেবারে নতুনভাবে শুরু হচ্ছিল, তাই অনেক আশা নিয়ে এই ধারাবাহিকে কাজ শুরু করেন রাহুল। তবে প্রথমবার এত কম সময়ে শেষ হয়ে যাচ্ছে তাঁর ধারাবাহিক। স্লট লিডার হয়েও কেন এমনভাবে ধারাবাহিককে বন্ধ করে দেওয়া হচ্ছে তা বুঝতে পারছেন না রাহুল, নতুন কাজ শুরু মানেই নানা নতুন ভাবনা থাকে, বিশেষ করে ধীরে ধীরে সেই চরিত্রের সঙ্গে আত্মস্থ হতে শুরু করেন অভিনেতা-অভিনেত্রীরা। সেই সময়টাই যেন দেওয়া হল না এই ধারাবাহিকের ক্ষেত্রে। তাই এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না রাহুল মজুমদার।
প্রসঙ্গত আগামী ১ ডিসেম্বর থেকে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের জায়গায় আসছে 'মিলন হবে কতদিনে'। সেখানে জুটিতে দেখা যাবে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়কে।
