এক দশক আগে মুক্তি পাওয়া অনুরাগ কাশ্যপের বহু প্রতীক্ষিত ছবি ‘বম্বে ভেলভেট ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। রণবীর কাপুর ও অনুষ্কা শর্মার মতো প্রথম সারির তারকা থাকা সত্ত্বেও ছবিটি দর্শকমনে ছাপ ফেলতে পারেনি। সেই ব্যর্থতার পরই অনুরাগ প্রকাশ্যে বলেছিলেন, আর কখনও বড় তারকাদের নিয়ে ছবি করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানালেন, এই ছবির ব্যর্থতা তাঁর সঙ্গে রণবীর ও অনুষ্কার সম্পর্কেও প্রভাব ফেলেছিল।

অনুরাগ জানান, ‘বম্বে ভেলভেট’  প্রসঙ্গ উঠলেই রণবীর আজও অস্বস্তিতে পড়েন। পরিচালকের কথায়, “রণবীর খুব বিরক্ত হয়ে যায়। ও আমাকে বলে, ‘বারবার বম্বে ভেলভেট নিয়ে কথা বলো কেন? ছবি চলেনি, চলেনি। এটাই সত্যি। বারবার সেটা টেনে আনার দরকার কী?’ কিন্তু মানুষ তো আমাকে প্রশ্ন করবেই। আমি কীভাবে এড়িয়ে যাব?”

ছবির ব্যর্থতার পর রণবীর ও অনুষ্কার মুখোমুখি হতে তাঁর নিজেরও দ্বিধা ছিল বলে স্বীকার করেছেন অনুরাগ। তিনি বলেন, “আমরা এখন খুব একটা দেখা করি না। দেখা হলে শুধু জড়িয়ে ধরি, কুশল বিনিময় করি। শুরুতে ওদের সামনে দাঁড়াতেই পারতাম না। ওরা আমাকে অসম্ভব বিশ্বাস আর ভালবাসা দিয়েছিল। আর আমি নিজে তখন নানা মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তাই নিজেকে সামলে নিতে ছোট ছবি করার দিকে মন দিই। ‘রমন রাঘব’এ পুরোপুরি মনোযোগ দিয়েছিলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়।”
অনুরাগ আরও জানান, ছবির ব্যর্থতা নিয়ে পরে যে সমীক্ষা করা হয়েছিল, তাতে উঠে আসে একেবারেই অদ্ভুত কারণ। দর্শকদের নাকি রণবীর কাপুরের চুল ভাল লাগেনি। পরিচালক বলেন, রণবীরের চুল কার্লি করার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও সচেতন, কিন্তু সেটাই নাকি দর্শকের একাংশের বিরাগের কারণ হয়ে দাঁড়ায়।

উল্লেখ্য, ‘বম্বে ভেলভেট’  ছিল ইতিহাসবিদ জ্ঞান প্রকাশের বই ‘মুম্বই ফেবেলস’ অবলম্বনে তৈরি একটি নিও-নোয়ার পিরিয়ড ক্রাইম ফিল্ম। মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর, অনুষ্কা ও করণ জোহর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কে কে মেনন, মনীষ চৌধুরী, বিবান শাহ ও সিদ্ধার্থ বসু। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রায় ১১৫ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বিশ্বব্যাপী আয় করতে পেরেছিল মাত্র ৪৩ কোটি টাকা, যার মধ্যে দেশে আয় ছিল প্রায় ২৩.৭১ কোটি টাকা।

অনুরাগকে আগামী দিনে দেখা যাবে ‘ডাকোয়েট’  ছবিতে। শানিল দেও পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আদিভি শেষ, ম্রুণাল ঠাকুর, প্রকাশ রাজ, অতুল কুলকার্নি ও জায়ন ম্যারি খান। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা।
অন্য দিকে, অনুষ্কা শর্মা দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। রণবীর কাপুরের ঝুলিতে রয়েছে ২০২৬ সালের দু’টি বড় ছবি। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে তাঁর সঙ্গে থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। এবং নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সাই পল্লবী ও যশ।