টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বদলে যাচ্ছে 'আশিকি ৩'-এর চিত্রনাট্য?


দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবি দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। শোনা গিয়েছিল, 'সাইয়ারা'র দাপটে নাকি পিছু হটছেন একাধিক পরিচালক। মুক্তি পিছিয়ে যাচ্ছে বহু ছবির। সেই তালিকায় ছিল অনুরাগ বসুর পরিচালিত 'আশিকি ৩'। তবে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, "এই মুহূর্তে কার্তিক করণ জোহরের আগামী ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরি তু মেরা'র শুটিং করছে। অন্যদিকে, আমি নিজেও 'মেট্রো ইন দিনো'র প্রচারের কাজে খুব ব্যস্ত। তাই 'আশিকি ৩'-এর মুক্তি নিয়ে ভাবছি না। সেই কারনেই মুক্তির সময় একটু পিছিয়েছে। তার মানে এই নয় যে অন্য কোনও ছবির জন্য 'আশিকি ৩'-এর মুক্তি পিছিয়ে যাবে।" এবার শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি 'আশিকি ৩'-এর চিত্রনাট্যেও বদল আনছেন অনুরাগ। তবে এই গুঞ্জনকে উড়িয়ে তিনি বলেন, "মোহিত সুরির সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। ও আগেই জানায় যে, ওর ছবির সঙ্গে আশিকি ২-এর খানিকটা মিল রয়েছে। আমার ও ওর ছবির মধ্যে একটাই মিল দুই ছবির নায়কই গায়কের চরিত্রে অভিনয় করছেন। এছাড়া আর কোনও মিল নেই। তাই চিত্রনাট্য বদল করার কথা আসছেই না।"

 

প্রেমে সিলমোহর সারার?


সারা আলি খানের সঙ্গে এখন নাম জুড়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার। মাঝেমধ্যেই একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাঁদের। যদিও প্রকাশ্যে নিজেদের প্রেম প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি তাঁদের দু'জনকে গুরুদ্বারে দেখে জল্পনা আরও তুঙ্গে উঠেছে। দিল্লির এক গুরুদ্বারে একসঙ্গে দেখা যায় সারা ও অর্জুনকে। তাঁদের ছবি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আর সেই থেকেই গুঞ্জন শুরু। তবে কি প্রেমিকের সঙ্গে ভগবানের আশীর্বাদ নিতে গেলেন সারা? এই প্রশ্ন ঘুরছে এখন সমাজমাধ্যমে। সদ্যই মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত, অনুরাগ বসু পরিচালিত ছবি 'মেট্রো ইন দিনো'। ছবিটি দর্শক মহলে সাফল্য পেয়েছে। সাফল্যের মাঝেই প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি হতেই, সারার প্রেমচর্চায় সরগরম নেটপাড়া। 

 

আরও পড়ুন: দিনের পর দিন মহিলাকে যৌন হেনস্থা! ভয়ঙ্কর অভিযোগ উঠল দক্ষিণী তারকা বিজয় সেতুপতির বিরুদ্ধে 

 

ক্ষেপে লাল আরজে মহওয়াশ! 

 

আরজে মহওয়াশ ও ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের প্রেমের গল্প নিয়ে এখন জমজমাট চারদিক। ধনশ্রীর সঙ্গে ডিভোর্স-চর্চা শুরু হতে না হতেই, চাহালের পাশে দেখা যাতে শুরু করেছিল মহওয়াশকে। আর তাই অনেকেই মহওয়াশকে চাহাল-ধনশ্রীর ডিভোর্সের কারণ হিসেবে ধরে নিয়েছেন। সম্প্রতি একজন ব্যক্তি মহওয়াশের বিরুদ্ধে ‘স্বামী-চুরি’র অভিযোগ করেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠে প্রত্যুত্তর করলেন মহওয়াশ। ভিডিওটি ভাগ করে তিনি লিখেছিলেন, ‘সম্পর্কের মধ্যে থেকে এই সব করা প্রতারণা। এইসব লোকেরা নিজেরাই নিজেদের কর্মকে ডেকে আনে। এদের নিজের মতো ছেড়ে দাও। এরা নিজেরাই হতাশ হয়ে মরবে।' মহওয়াশের এই পোস্টেই এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আর কারও স্বামীকে চুরি করা? সেটা কি ঠকানো?’ দেখা গেল সেই মন্তব্যটি নজর এড়ায়নি তাঁর। তিনি জবাব দিয়ে লেখেন, ‘আমি যেহেতু চুরি করিনি, তাই আমি বলতে পারব না। তবে হ্যাঁ, কারও স্বামী চুরি করা অবশ্যই প্রতারণা।'