সংবাদ সংস্থা মুম্বই: ‘লাইফ ইন আ… মেট্রো’—২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর এই সংবেদনশীল ছবি একঝাঁক শহুরে সম্পর্কের গল্পকে যেমন ছুঁয়ে গিয়েছিল, তেমনই এ ছবিতে ইরফান খান অভিনীত চরিত্র ‘মন্টি’ হয়ে উঠেছিল ছবির হৃদস্পন্দন। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৭ বছর। এবার আসছে সে ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল— ‘মেট্রো… ইন দিনও’, আর এই ছবি তৈরির নেপথ্যের গল্পটা ঠিক যেন সিনেমার মতোই আবেগে মোড়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বসু বললেন, “ ‘জগ্গা জাসুস’ তখন হয়ে গিয়েছে। এর পর ইরফান একদিন হঠাৎ আমাকে বলল—‘মেট্রো ২ বানাতে পারি না আমরা?’ তখনও আমি ভাবিনি ‘লাইফ ইন আ… মেট্রো’র সিক্যুয়েল করব। তবে ইরফানের ওই কথাটাই মাথায় গেঁথে যায়। আর সেখান থেকেই জন্ম নেয় ‘মেট্রো… ইন দিনও’।”
ইরফানের ওই ছোট্ট মন্তব্যটাই হয়ে উঠেছিল এই ছবির বীজ। অনুরাগ আরও বলেন, “ ‘লাইফ ইন আ…মেট্রো’ সফল হবে কি না, তা নিয়েই তখন ভয় ছিল। আজ এত বছর পরে বুঝি, হাইপারলিঙ্কড সিনেমা লেখার আনন্দটা তখন থেকেই পেয়েছিলাম। তারপর এল ‘লুডো’। কিন্তু এটা যে একটা সিরিজের মতো দাঁড়িয়ে যাবে, তা ভাবিনি।”
প্রসঙ্গত, ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিতে শ্রুতি ও মন্টির ভূমিকায় কঙ্কনা সেনশর্মা ও ইরফান খান যে পর্দায় অনবদ্য ম্যাজিক তৈরি করেছিলেন, তা আজও ভুলতে পারেন না দর্শক। সেই আবেগ এখনও বয়ে বেড়াচ্ছেন অনুরাগ বসুও। “ইরফান না থাকলেও, ওর কথা, ওর আবেগ, ওর প্রেরণা—এই নতুন ছবির প্রতিটি দৃশ্যে জড়িয়ে আছে” বলেন পরিচালক।
তবে ‘মেট্রো ...ইন দিনও’ ছবিতে ধরা পড়েছে শহুরে সম্পর্কের নতুন ছায়া। এ ছবিতে বিভিন্ন বয়সী জুটিদের গল্পতে এবার প্রেম, একাকীত্ব আর নিজেকে বোঝার নতুন গল্প বলবেন অনুরাগ। ছবিতে রয়েছেন—আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা এবং নীনা গুপ্তা। প্রযোজনায় ভূষণ কুমার, কৃষণ কুমার, অনুরাগ ও তানি বসু।
