বর্ষীয়ান বলি অভিনেতা অনুপম খের সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ও কিরণ খেরের দাম্পত্যের এক বিস্ময়কর তথ্য ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী, সাংসদ ও অভিনেত্রী কিরণ খের এক ছাদের তলায় থাকলেও দীর্ঘদিন ধরে আলাদা ঘরে বসবাস করছেন। তবে এর পিছনে কোনও দাম্পত্য জটিলতা নয়, বরং এটি দু'জনেরই সম্মতিতে নেওয়া একটি সিদ্ধান্ত।

 


সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “আমি এবং কিরণ এখন আলাদা ঘরে থাকি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, বরং এটা আমাদের দু'জনের কমফোর্ট জোন। এই ব্যবস্থায় আমরা দু'জনেই নিজের মতো করে থাকতে পারি, যা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।” তিনি আরও জানান, তাঁদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা অটুট।

 


অভিনেতা জানান, একসঙ্গে বহু বছর কাটানোর পর মানুষ বুঝে যায় কীভাবে একে অপরকে বেশি স্পেস দিলে সম্পর্ক আরও ভাল থাকে। “কিরণ খুব কুসংস্কারাচ্ছন্ন। সে কল্পনাও করে যে সবকিছু ভুল হচ্ছে। এখন আর তেমনটা হয় না, কিন্তু প্রথমে এটা ছিল। এখন, আমাদের সবার আলাদা ঘর আছে, কারণ প্রত্যেকের নিজস্ব অভ্যাস আছে। আমাদের জীবনের আলাদা আলাদা রুটিন আছে। আমি খুব সকালেই ঘুম থেকে উঠি, আর কিরণ একটু দেরিতে। তাই এক ঘরে থাকলে দু'জনের ঘুমের ব্যাঘাত ঘটে,”— বলেন অনুপম।


প্রসঙ্গত, অনুপম ও কিরণ খেরের বিবাহ হয়েছিল ১৯৮৫ সালে। তাঁদের পুত্র সন্তান সিকন্দর খের কিরণের আগের বিয়ে থেকে হলেও অনুপম তাঁকে নিজের সন্তান হিসেবেই বড় করেছেন। বলিউডে এই দম্পতি বরাবরই শক্তিশালী জুটি হিসেবে পরিচিত। অনুপম ও কিরণের কোনও সন্তান নেই। নিজের সন্তান না থাকার শূন্যতাও অনুভব করেন অনুপম খের।

 

এক সাক্ষাৎকারে অনুপম এ বিষয়ে জানান, ৬০ বছর বয়স পর্যন্ত তিনি তা অনুভব করেননি। বর্ষীয়ান অভিনেতার কথায়, "আমি শিশুদের নিয়ে অনেক কাজ করি। আমার ফাউন্ডেশন অনেক কাজ করছে। আমি শিশুদের খুব পছন্দ করি। আমি সে না সামথিং টু অনুপম আঙ্কেল নামে একটি শো করতাম। যা একটি বাচ্চাদের শো ছিল। যখন কেউ আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি এরকম কিছু অনুভব করেছো? আমার জবাব হয়, হ্যাঁ সত্যিই শূন্যস্থান অনুভব করেছি।"

 

আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ ভবতারিণী! দেবী রূপে কোন টলি নায়িকা? চিনতে পারছেন? 


কেন তিনি ও কিরণ খের নিজেদের জীবনে কোনও সন্তান আসতে দেননি এ বিষয়ে অনুপম জবাব দেন, "প্রথমদিকে আমাদের বাচ্চা আসতে সমস্যা হয়। এবং পরে যখন কিরণ অন্তঃসত্ত্বা হয়, তখন গর্ভস্থ সন্তানের বিকাশ হচ্ছিল না ঠিক করে। অনেক চেষ্টা করেছিলাম আমরা। এরপর ভেবে দেখলাম আর সিকন্দরই আমার জন্য যথেষ্ট ছিল, এমনকী এখনও। ওর বয়স যখন ৪ বছর, তখন ও আমার জীবনে আসে, যখন কিরণকে বিয়ে করি, আমার আসলে কিছুরই তখন অভাব মনে হয়নি। এখন আমার অভাব মনে হচ্ছে বলে এমন নয়, তখন মনে হয়েছিল। এর কোনও নির্দিষ্ট উত্তর নেই আমার কাছে।"

 


প্রসঙ্গত, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনুপম খের অভিনীত ‘তানভি দ্য গ্রেট’ ছবিটি। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, পল্লবী জোশি প্রমুখ। ইতিমধ্যেই সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।