বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বরাবরই তাঁর অভিনয় এবং স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত। তবে পর্দার বাইরের মানুষটি যে কতটা সংবেদনশীল এবং দয়ালু, তার প্রমাণ মিলল সম্প্রতি। এক নিরাপত্তারক্ষীর প্রতি তাঁর সদয় আচরণ এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। সামান্য এক সেলফি তোলার আবদার থেকে যা শুরু হয়েছিল, তার শেষটা হল এক আবেগঘন উপহারের মাধ্যমে।

 


ঘটনাটি ঠিক কী? সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় অনুপম খেরের দেখা পান এক নিরাপত্তারক্ষী। প্রিয় অভিনেতাকে সামনে দেখে তিনি নিজেকে আটকে রাখতে পারেননি। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি অনুপম খেরের কাছে একটা সেলফি তোলার অনুরোধ জানান। অভিনেতাও সানন্দে রাজি হয়ে যান। কিন্তু সমস্যা তৈরি হয় যখন সেই নিরাপত্তারক্ষী তাঁর পকেট থেকে ফোনটি বের করেন। সেটি ছিল একটি পুরনো আমলের সাধারণ কি-প্যাড ফোন, যাতে ভাল মানের ছবি তোলা প্রায় অসম্ভব।

 

নিজের সেই ভাঙাচোরা কি-প্যাড ফোনটি বের করতে গিয়ে নিরাপত্তারক্ষী কিছুটা কুণ্ঠিত বোধ করছিলেন। বিষয়টি নজর এড়ায়নি ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত অভিনেতার। তিনি বুঝতে পারেন, বর্তমানের ডিজিটাল যুগে এই মানুষটির কাছে আধুনিক কোনও মাধ্যম নেই। নিরাপত্তারক্ষীর সেই সরলতা এবং তাঁর পরিস্থিতির কথা চিন্তা করে অনুপম খের এক মুহূর্ত দেরি না করে বড় সিদ্ধান্ত নেন।

তিনি সেই নিরাপত্তারক্ষীকে কেবল সেলফিই দেননি, বরং সঙ্গে করে একটি মোবাইলের দোকানে নিয়ে যান এবং তাঁকে একটি ঝকঝকে নতুন স্মার্টফোন কিনে উপহার দেন। এই অভাবনীয় উপহার পেয়ে ওই নিরাপত্তারক্ষী রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখেমুখে ফুটে ওঠে এক অদ্ভুত তৃপ্তি ও কৃতজ্ঞতা। অনুপম খের এই গোটা ঘটনার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।

 

ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, মানুষের ছোট ছোট ইচ্ছাপূরণ করতে পারার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে। তিনি আরও জানান, ওই নিরাপত্তারক্ষীর মুখের হাসিটিই তাঁর কাছে বড় পুরস্কার। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অনুপম খেরের এই মানবিক রূপ দেখে ধন্য ধন্য করছেন। কেউ লিখেছেন, 'পর্দার হিরো তো অনেকেই হন, কিন্তু আপনি বাস্তবের হিরো।' আবার কারওর মতে, এই ছোট্ট উদ্যোগটি সমাজের বিত্তবান মানুষদের জন্য এক বড় শিক্ষা।