বলিউডের বর্ষীয়ান শিল্পী অন্নু কাপুর আবারও ফিরলেন খবরের শিরোনামে! তবে কোনও সিনেমা নিয়ে নয়, বরং নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে এক পুরনো সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরলেন তিনি, যা শুনে অনেকেই অবাক।

অন্নু জানান, কয়েক বছর আগে গোয়ায় এক ক্লাবের অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়েছিল অতিথি হিসেবে, যেখানে নওয়াজউদ্দিনের সঙ্গে মঞ্চে তাঁর নানান বিষয়ে কথোপকথন, আড্ডা দেওয়ার আয়োজন করা হয়েছিল। প্রথমে নওয়াজের শিক্ষা ও মেধা দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। বিশেষত যখন তিনি জানতে পারেন যে নওয়াজ  রসায়নে স্নাতকোত্তর।

কিন্তু অন্নুর দাবি, এর কিছুক্ষণের মধ্যেই নওয়াজের প্রতি তাঁর সেই ভাললাগা হয়ে যায়। অন্নু বলেন, “ও খুব একটা কথা বলছিল না। তাই আমি ভাবলাম পরিবেশটা একটু হালকা করার জন্য প্রেম, সম্পর্ক এসব নিয়ে একটু আলোচনা করি, জিজ্ঞেস করি। সে প্রসঙ্গ উঠতেই ও বলল-‘আরে, অনেকেই জীবনে এসেছে আর চলেও গিয়েছে’। আর যেভাবে ও এই কথাটা বলেছিল, তাতে মনে হল ভীষণ ফালতু মানসিকতার লোক। নইলে এ ধরনের একেবারে সস্তা মন্তব্য কেউ করে!”

তাহলে কি এই দুই অভিনেতার মধ্যে সম্পর্ক তেমনভাবে পোক্ত হয়নি? অন্নু হেসে এই প্রশ্নে সায় দেন। বলেন, “ নওয়াজের তো কিছু বলারই ছিল না। আমাকেই একটানা কথা বলতে হয়েছে। পরে আয়োজকরা এসে অভিযোগ করল, ‘স্যার, আপনি একাই কথা বললেন।’ আমি বললাম, ‘আপনারা কেমন লোক এনে দিলেন, যার বলার কিছুই নেই? ও আমাকে অসম্মান করেনি, ও নিজেকেই করেছে।’”

উল্লেখ্য, অন্নু কাপুর সম্প্রতি অভিনয় করেছেন ‘জলি এলএলবি ৩’-এ, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। অন্যদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকি দেখা দেবেন ‘থাম্মা’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দন্না। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।
প্রসঙ্গত, অভিনেত্রী তমন্নাকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য প্রবল সমালোচিত হচ্ছেন অন্নু।  বর্ষীয়ান অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।”গত বছর তমন্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে তমন্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তমন্নাকে খোঁচা দিয়েছেন অন্নু। তাঁর কথায়, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।”এখানেই শেষ নয়। অন্নু বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।”