যখন অন্নু কাপুর কথা বলেন, তখন শুধু কথা হয় না, বিস্ফোরণ ঘটে! তাঁর মুখে একবার কিছু বেরোলে সেটা সরাসরি ভাইরাল ক্লাসিকের রূপ নেয়। এবারও ব্যতিক্রম হল না। তমন্না ভাটিয়ার ‘আজ কী রাত’ গান ঘিরে তাঁর মন্তব্যে নেট দুনিয়া কার্যত ফেটে পড়েছে হাসিতে।
ন‘স্ত্রী ২’-এর হিট গান ‘আজ কী রাত’ নিয়ে সম্প্রতি তমন্না বলেছিলেন, “মায়েরা এই গান গেয়ে নাকি বাচ্চাদের ঘুম পাড়াচ্ছেন।” এই মন্তব্য শুনে কে আর চুপ থাকে! অন্নু কাপুর তাঁর পরিচিত ভঙ্গিতেই বললেন, “বাচ্চা ক’বছর বয়সে ঘুমোয়? ৭০ বছরের বাচ্চাও ঘুমোয়! আমি তো তাই! দেখো এই দিকেও।” তারপরেই নিজের ধাঁচে ঠাট্টার সঙ্গে আশীর্বাদও মিশিয়ে দিলেন, “তমন্না ভাটিয়া যদি তাঁর গান বা তাঁর ওরকম মুখ-চেহারা দিয়ে দেশের বাচ্চাদের মিষ্টি ঘুম পাড়িয়ে দিচ্ছেন, তবে এটা দেশের আশীর্বাদ!”
আর শেষটা? একেবারে অন্নু কাপুর-স্টাইলে মিষ্টি চমক—“যদি অন্য কোনও ইচ্ছেও থাকে, ঈশ্বর ওঁকে সেই ক্ষমতা দিন যেন ওসবও পূরণ করতে পারেন। এটাই আমার আশীর্বাদ।”
তার পর থেকেই নেটপাড়া সরগরম। কেউ লিখছেন, “এই মানুষটাকে আমরা হারাতে পারি না,” আবার কেউ বলছেন, “তমন্নার গান আর কাপুরের ঠাট্টা—বলিউডে আজকের সবচেয়ে বিনোদনময় জুটি।”
এক কথায়, পর্দায় তমন্না গান গেয়েছিলেন ‘আজ কী রাত’, কিন্তু অন্নু কপূর নিজের বুদ্ধি ও রসবোধে রাতটাকে বানিয়ে ফেললেন ভাইরাল ‘মিল্কি নাইট’-এ।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অন্নু। বিশ্বাস ভরদ্বাজের 'সাত খুন মাফ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অনু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। ওই ছবিতে অন্নু কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা। এর কারণ হিসাবে মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে, তিনি পরিচালকের থেকে শুনেছিলেন, যেহেতু তিনি কমার্শিয়াল ছবির নায়কের মতো দেখতে নন, তাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি প্রিয়াঙ্কা।
