নিজস্ব সংবাদদাতা: টলিউড ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে প্রেম অঙ্কুশ-ঐন্দ্রিলার। বহু বছরের প্রেম কবে স্বীকৃতি পাবে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় তাঁদের অনুরাগীরা। যদিও বিয়ের পিঁড়িতে বসার খবর নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি এই তারকা জুটিকে। কিন্তু মাঝেমধ্যেই ছুটি কাটাতে একে অপরের হাত ধরে পাড়ি দেন দেশ,বিদেশে। সেই মুহূর্ত ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়।
নিজেদের দৈনন্দিন জীবনের ছোটখাট মুহূর্তের ঝলকও তুলে ধরেন তাঁরা। এবারও তার অন্যথা হল না। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নিতে দেখা যায় অঙ্কুশকে। যেখানে দেখা যাচ্ছে তাঁকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা। এই ছবির সঙ্গে অভিনেতা লেখেন, "যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই গিনি পিগ হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় কেমন লাগলো? আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি।" এই মজার লেখাটির সঙ্গে অঙ্কুশ লেখেন, "না, ইনি রান্নাটি অসাধারণ করেন।"
মজার ছলে একে অপরকে নিয়ে লেখালিখি থেকে খুনসুটি সবটাই এইভাবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই জুটি। প্রেমিক-প্রেমিকার থেকেও দু'জনের মধ্যে বেশি রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। চলতি বছর 'মির্জা'য় স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ভরপুর অ্যাকশনে ঘেরা এই ছবিটি দর্শকমনে জায়গা করে নিয়েছিল। প্রসঙ্গত, কিছুদিন আগে পরিচালকদ্বয় সুমিত-সাহিলের সঙ্গে আলোচনায় বসতে দেখা গিয়েছিল অঙ্কুশকে। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় ভাগও করেছিলেন অভিনেতা। তারপর থেকেই নেটিজেনদের মধ্যে 'মির্জা ২' নিয়ে শোরগোল শুরু হয়েছে। যদিও নতুন এই ছবির আভাস দিয়েছেন অভিনেতাও।
