Ankita Lokhandes Husband Vicky Jain Gets 45 Stitches After Accident Admitted in Hospital | Aajkaal
একটুর জন্য প্রাণে বাঁচলেন ভিকি! শরীরে ৪৫ সেলাই, কোন দুর্ঘটনার কবলে অঙ্কিতা লোখান্ডের স্বামী
নিজস্ব সংবাদদাতা
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ০৯
শেয়ার করুন
অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডের স্বামী ব্যবসায়ী ভিকি জৈন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই ভিকির হাসপাতালের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং নিজেও কিছু ছবি শেয়ার করে দুর্ঘটনার কারণ জানান।
শনিবার সন্দীপ জানান, ভিকির হাতে কাঁচের টুকরো ঢুকে যায় এবং তার জন্য তাকে প্রায় ৪৫টি সেলাই নিতে হয়। তিনি আরও জানান, ভিকি গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সন্দীপ একটি আবেগঘন নোটে লেখেন, ‘এক বেদনাদায়ক দুর্ঘটনায় অসংখ্য কাচের টুকরো ভিকির হাতে ঢুকে গিয়েছিল। ৪৫টি সেলাই, তিন দিন হাসপাতাল… তবুও তার মানসিক দৃঢ়তা অটুট। ভিকি এখনও আমাদের হাসাতে সক্ষম। যেন কিছুই ঘটেনি।’
কঠিন সময়ে ভিকির পাশে অঙ্কিতা। ভিকির যত্ন নেওয়ার জন্য অভিনেত্রীকে প্রশংসা করে সন্দীপ সিং লেখেন, ‘অঙ্কিতা, তুমি একেবারে সুপারউওম্যান। টানা ৭২ ঘণ্টার দুশ্চিন্তা এবং যত্নের মধ্যে তুমি পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছ। স্বামীর প্রতি তোমার ভালোবাসাই হয়েছে তার রক্ষা-কবচ, তোমার সাহসই তাকে শক্তি জুগিয়েছে।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SANDEEP SINGH (@officialsandipssingh)
তিনি আরও যোগ করেন, ‘ভিকি, অঙ্কিতা আর বিকাশ ভাইয়া — তোমরা তিনজনই সত্যিকারের তারকা। তোমাদের শক্তি, ভালবাসা আর একতার থেকে আমরা অনুপ্রেরণা পাই। তোমাদের আমরা সীমাহীন ভালবাসি।’
সন্দীপ একটি ভিডিওও শেয়ার করেন, যেখানে দেখা যায় অঙ্কিতা হাসপাতালের ঘরে ভিকিকে কাগজের কাপে চা দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই সেই পোস্টে ভিকি এবং অঙ্কিতার ভক্তরা বার্তায় ভরিয়ে দেন এবং ভিকির দ্রুত আরোগ্য কামনা করেন।
অঙ্কিতা এবং ভিকিকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল লাফটার শেফস সিজন ২-এ। আপাতত অঙ্কিতা তার আগামী কোনও প্রজেক্টের ঘোষণা করেননি।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তারা অংশ নেন রিয়্যালিটি শো স্মার্ট জোড়ি-তে, যেখানে তারা বিজয়ীর মুকুট অর্জন করেন। আজ তারা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ও প্রিয় দম্পতি হিসেবে পরিচিত।
অঙ্কিতা ও ভিকিকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল লাফটার শেফস সিজন ২-এ। আপাতত অঙ্কিতা তাঁর আগামী কোনও প্রজেক্টের ঘোষণা করেননি।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে জমকালো অনুষ্ঠানে তাঁধের বিয়ে হয়। বিয়ের পরপরই তাঁরা অংশ নেন রিয়্যালিটি শো স্মার্ট জোড়ি-তে, যেখানে তাঁরা বিজয়ীর মুকুট অর্জন করেন। আজ তাঁরা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত।
অঙ্কিতা এবং ভিকি এরপর দম্পতি হিসাবে অংশ নেন বিগ বস ১৭-এ। তবে শো চলাকালীন তাঁদের ভক্তরা বিস্মিত হন। কারণ দু’জনের মধ্যেই প্রায়ই ঝগড়া এবং মনোমালিন্যের দৃশ্য ধরা পড়ত। এক পর্যায়ে অঙ্কিতা বিচ্ছেদের কথাও উল্লেখ করেন, যদিও পরে তিনি নিজের সেই কথা ফিরিয়ে নেন।
শো শেষ হওয়ার পর তাঁরা স্পষ্ট জানান, তাঁদের সম্পর্কে কোনও সমস্যা নেই এবং আলাদা হওয়ারও কোনও পরিকল্পনা নেই।