অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডের স্বামী ব্যবসায়ী ভিকি জৈন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই ভিকির হাসপাতালের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং নিজেও কিছু ছবি শেয়ার করে দুর্ঘটনার কারণ জানান।
শনিবার সন্দীপ জানান, ভিকির হাতে কাঁচের টুকরো ঢুকে যায় এবং তার জন্য তাকে প্রায় ৪৫টি সেলাই নিতে হয়। তিনি আরও জানান, ভিকি গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সন্দীপ একটি আবেগঘন নোটে লেখেন, ‘এক বেদনাদায়ক দুর্ঘটনায় অসংখ্য কাচের টুকরো ভিকির হাতে ঢুকে গিয়েছিল। ৪৫টি সেলাই, তিন দিন হাসপাতাল… তবুও তার মানসিক দৃঢ়তা অটুট। ভিকি এখনও আমাদের হাসাতে সক্ষম। যেন কিছুই ঘটেনি।’

কঠিন সময়ে ভিকির পাশে অঙ্কিতা। ভিকির যত্ন নেওয়ার জন্য অভিনেত্রীকে প্রশংসা করে সন্দীপ সিং লেখেন, ‘অঙ্কিতা, তুমি একেবারে সুপারউওম্যান। টানা ৭২ ঘণ্টার দুশ্চিন্তা এবং যত্নের মধ্যে তুমি পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছ। স্বামীর প্রতি তোমার ভালোবাসাই হয়েছে তার রক্ষা-কবচ, তোমার সাহসই তাকে শক্তি জুগিয়েছে।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SANDEEP SINGH (@officialsandipssingh)