সংবাদসংস্থা মুম্বই: ২০০৯ সালের পয়লা জুন থেকে শুরু হয়েছিল হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সম্প্রচার। এই ধারাবাহিকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা লোখান্ডে। এই মেগার সেটেই সুশান্ত-অঙ্কিতার প্রেম শুরু হয়। একসঙ্গে রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছিলেন দু’জনে। এরপরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। তার কিছুদিন পরই দু’জনের সম্পর্ক ভেঙে যায়।
'পবিত্র রিশতা’ ধারাবাহিকে কাজ করার সময় সহঅভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমে পড়েন অঙ্কিতা। প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এমনকী, অনুরাগীদের ধারণা ছিল, সাত পাক ঘুরে সংসারও করবেন তাঁরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। সাত বছর পরে সম্পর্কে ইতি টানেন সুশান্ত ও অঙ্কিতা।
যদিও তাঁদের বিচ্ছেদের আসল কারণ কখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। ২০২০ সালে অকালমৃত্যু হয় সুশান্তের। অভিনেতার মৃত্যুরহস্য আজও সমাধান হয়নি। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর ভিকি জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অঙ্কিতা।
কিন্তু অঙ্কিতার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল প্রাক্তন প্রেমিকের নাম। ১৬ বছর পূর্ণ হল ধারাবাহিক 'পবিত্র রিশতা'র। এদিন এক সাক্ষাৎকারে নস্টালজিয়ায় ভাসলেন অভিনেত্রী। তিনি বলেন, "সুশান্ত খুব ভাল অভিনেতা ছিল। ও সব সময় আমায় সাহায্য করত। প্রথম প্রথম সিন মুখস্থ করতে ভয় পেতাম। একটানা সিন করতেও ভয়ে হাত-পা কাঁপত। তখন সুশান্ত মনোবল জোগায়। আমায় শিখিয়েছিল, কীভাবে সবদিক সামাল দিয়ে অভিনয় করতে হয়।"
