বিশাল ফাঁড়া কাটালেন ভিকি জৈন। অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। কাচের টুকরো তাঁর ডান হাতে বিঁধে যায়। এতে ৪৫টি সেলাই পড়ে তারকা-ব্যবসায়ীর। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক সন্দীপ সিং জানান যে, ভিকি কয়েকদিন ধরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।

ভিকির যাবতীয় দেখাশোনা করছেন অঙ্কিতাই। কঠিন সময় ঢাল হয়ে তিনি স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর উদ্দেশ্যেই একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। দু’জনের ভালবাসার কিছু মুহূর্ত শেয়ার করে লেখেন, ‘আমার সঙ্গী… সব সময়ই তুমি আমার হাত ধরে থেকেছ, আমাকে নিরাপদ অনুভব করিয়েছ, মনে করিয়েছ, যতই সময় কঠিন হোক না কেন, ভালবাসা সেই মুহূর্তকে হালকা করে দিতে পারে। সবচেয়ে গুরুতর পরিস্থিতিতেও তুমি রসিকতা খুঁজে পাও, আমাকে শান্ত করো... এটাই আমার কাছে শান্তির ‘ঘর’-এর মতো।’

তিনি আরও যোগ করেন, ‘শিগগির সুস্থ হও, আমার প্রিয় ভিকি। আমরা প্রতিটি ঝড়, প্রতিটি লড়াই একসঙ্গে পার করব... সুখে-দুঃখে, যেমন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি আমার শক্তি, আমার শান্তি, আমার সব। আর আমিও তোমার জন্য একই রকম। আমার ভিকির জন্য আপনারা ভালবাসা, প্রার্থনা আর আরোগ্য কামনা পাঠান।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankita Lokhande (@lokhandeankita)