বিশাল ফাঁড়া কাটালেন ভিকি জৈন। অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। কাচের টুকরো তাঁর ডান হাতে বিঁধে যায়। এতে ৪৫টি সেলাই পড়ে তারকা-ব্যবসায়ীর। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক সন্দীপ সিং জানান যে, ভিকি কয়েকদিন ধরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।
ভিকির যাবতীয় দেখাশোনা করছেন অঙ্কিতাই। কঠিন সময় ঢাল হয়ে তিনি স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর উদ্দেশ্যেই একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। দু’জনের ভালবাসার কিছু মুহূর্ত শেয়ার করে লেখেন, ‘আমার সঙ্গী… সব সময়ই তুমি আমার হাত ধরে থেকেছ, আমাকে নিরাপদ অনুভব করিয়েছ, মনে করিয়েছ, যতই সময় কঠিন হোক না কেন, ভালবাসা সেই মুহূর্তকে হালকা করে দিতে পারে। সবচেয়ে গুরুতর পরিস্থিতিতেও তুমি রসিকতা খুঁজে পাও, আমাকে শান্ত করো... এটাই আমার কাছে শান্তির ‘ঘর’-এর মতো।’
তিনি আরও যোগ করেন, ‘শিগগির সুস্থ হও, আমার প্রিয় ভিকি। আমরা প্রতিটি ঝড়, প্রতিটি লড়াই একসঙ্গে পার করব... সুখে-দুঃখে, যেমন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি আমার শক্তি, আমার শান্তি, আমার সব। আর আমিও তোমার জন্য একই রকম। আমার ভিকির জন্য আপনারা ভালবাসা, প্রার্থনা আর আরোগ্য কামনা পাঠান।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ankita Lokhande (@lokhandeankita)
তারকা-দম্পতিকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল রান্নার রিয়্যালিটি শো ‘লাফটার শেফস সিজন ২’-এ। এর আগে তাঁরা প্রথমবার জুটি হিসাবে হাজির হয়েছিলেন ‘বিগ বস ১৭’-এ। যেখানে তাদের ঘন ঘন ঝগড়া-কলহ প্রায়ই শিরোনামে আসত।
শনিবার নির্মাতা সন্দীপ সিং জানান, ভিকির হাতে কাচের টুকরো ঢুকে যায় এবং তার জন্য তাকে প্রায় ৪৫টি সেলাই নিতে হয়। তিনি আরও জানান, ভিকি গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সন্দীপ একটি আবেগঘন নোটে লেখেন, ‘এক বেদনাদায়ক দুর্ঘটনায় অসংখ্য কাচের টুকরো ভিকির হাতে ঢুকে গিয়েছিল। ৪৫টি সেলাই, তিন দিন হাসপাতাল… তবুও তার মানসিক দৃঢ়তা অটুট। ভিকি এখনও আমাদের হাসাতে সক্ষম। যেন কিছুই ঘটেনি।’
কঠিন সময়ে ভিকির পাশে অঙ্কিতা। ভিকির যত্ন নেওয়ার জন্য অভিনেত্রীকে প্রশংসা করে সন্দীপ সিং লেখেন, ‘অঙ্কিতা, তুমি একেবারে সুপারউওম্যান। টানা ৭২ ঘণ্টার দুশ্চিন্তা এবং যত্নের মধ্যে তুমি পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছ। স্বামীর প্রতি তোমার ভালবাসাই হয়েছে তার রক্ষা-কবচ, তোমার সাহসই তাকে শক্তি জুগিয়েছে।’
ভালবেসে ২০২১ সালে বিয়ে করেন ভিকি-অঙ্কিতা। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ভিকি। জাঁকজমক করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দু’জনের মধ্যে মনোমালিন্যের কারণে প্রায়ই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। তবে সে সবকে তুচ্ছ করেই অঙ্কিতা আরও একবার প্রমাণ করলেন, ভিকির সঙ্গেই রয়েছেন তিনি। স্ত্রী হয়ে, ঢাল হয়ে।