সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


বাবা-মা হলেন অঙ্কিতা-ভিকি

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা লোখন্ডে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় বাবা-মা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দম্পতি। হঠাৎই এমন খবরে চমকে উঠেছেন সবাই। আসলে অঙ্কিতা ও ভিকির পরিবারে নতুন সদস্য হিসেবে এসেছে একটি মার্জার পোষ্য। তাকেই আদর করে নিজেদের মেয়ে বলে পরিচয় দিয়েছেন তাঁরা। এমনকী পোষ্যের নামও এদিন জানিয়েছেন অঙ্কিতা-ভিকি। ওই পোস্টে লিখেছেন, "আমাদের সংসারে স্বাগত আমাদের ছোট্ট মেয়ে মৌ লোখন্ডে জৈন।"


শাহিদ-মীরার সম্পর্কে বাধা 

২০১৫ সালে মীরা রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলি অভিনেতা শাহিদ কাপুর। কিন্তু তাঁদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বয়স। সেই সময় মীরার বয়স ছিল মাত্র ২১ বছর, অন্যদিকে শাহিদ তখন ৩৪। তাই শাহিদ, মীরাকে দেখার পর প্রথম প্রশ্ন করেন, বয়সে এত বড় একজনকে কেন বিয়ে করছে মীরা? তখনই মজার ছলে মীরাও বলেন, তিনিও তো বয়সে ছোট মেয়েকে বিয়ে করছেন! সম্প্রতি দম্পতির এই কথপোকথন মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মীরা নিজেই ফাঁস করেন।


কার জন্য বিচ্ছেদ হয়েছিল হানি সিং-এর?


২০১১ সালে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় র‌্যাপার হানি সিং ও শালিনী তলওয়ার। কিন্তু ২০২৩ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে হানি সিং স্বীকার করেছেন যে তিনি একপ্রকার অবহেলা করেছেন তাঁর প্রাক্তন স্ত্রীকে। গায়ক বলেন, "বিয়ের প্রথম ৭-১০ মাস আমাদের সম্পর্ক ভাল ছিল। তারপর অর্থ, খ্যাতি, নেশা এবং নারীদের প্রতি আসক্তির কারণে ধীরে ধীরে শালিনীকে ভুলে যাই। অবহেলা করতে থাকি। আমাদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। অবশেষে বিচ্ছেদের পর বেছে নিই।"