নিজস্ব সংবাদদাতা: পর্দায় তিনি কখনও ভেদ করেন রহস্যের জাল, কখনও আবার নেতিবাচক চরিত্রে চোখ রাঙিয়ে ভয় দেখান। কখনও দর্শক তাঁকে দেখে হেসে লুটোপুটি খান কখনও আবার রাগে ফেটে পড়েন। তিনি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
পর্দায় 'একেন বাবু'র চরিত্রে নজরকাড়া তিনি। আজ জন্মদিন অভিনেতার। 'একেন বাবু' মানেই জমিয়ে খাওয়া দাওয়া। বাস্তবে অনির্বাণের জন্মদিনের পাতে কী থাকছে? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছোটবেলায় জন্মদিন মানেই ছিল মায়ের হাতের পায়েস। কেক কোনওদিন কাটিনি। বড় হয়ে বন্ধুদের পাল্লায় পড়ে যদিও কেক কাটতে হয়েছে। এখন জন্মদিন আর বিশেষ হয়না। আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাটাই।"
তিনি আরও বলেন, "আমি আর একেন বাবু দু'জন বিপরীত মেরু। চরিত্রের খাতিরে যা করি তার কোনওটাই আমার বাস্তব জীবনের সঙ্গে মেলে না। একেন বাবুর পছন্দের মাটন, আমি ছুঁয়েও দেখিনা। তাই জন্মদিনের আয়োজনে খুব সাধারণ বাড়ির খাবারই রয়েছে। তথাকথিত 'স্পেশাল থালি' নেই। আজকের দিনে 'স্পেশাল' বলতে সবার শুভকামনা, আর শুভেচ্ছাটুকু, যা আমার সারা জীবনের রসদ।"
গতানুগতিক ধারার মতোই জন্মদিন কাটাতে পছন্দ করেন অনির্বাণ চক্রবর্তী। তাই আজকের দিনেও ছুটি নেননি। শুটিংয়ে ছুটছেন অভিনেতা। আগামীতে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। সেপ্টেম্বরেই শুরু হবে হইচই-এর জন্য 'একেন বাবু' সিরিজের শুটিং। এছাড়াও 'শাস্ত্রী','খাদান'-এর মতো ছবিতেও দেখা যেতে চলেছে তাঁকে।
