বড়সড় দুর্ঘটনার কবলে 'একেন বাবু'। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অনির্বাণ চক্রবর্তীর গাড়িকে পিছন দিয়ে ধাক্কা মারে একটি বাস। বর্তমানে কেমন আছেন অভিনেতা? 

কী ঘটেছে? 'একেন বাবু' ফ্র্যাঞ্চাইজির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আজকাল ডট ইন যোগাযোগ করলে পরিচালক জানান এদিন চারু মার্কেটের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। তাঁর কথায়, ''অনির্বাণ একটি অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময়ই পিছন থেকে একটি বাস এসে ওর গাড়িতে ধাক্কা মারে।'' বর্তমানে কেমন আছেন অনির্বাণ চক্রবর্তী? হাসপাতালে ভর্তি কিনা জানতে চাইলে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "না না। অনির্বাণ আর ওর চালক দু'জনেই ঠিক আছে।" 

জানা গিয়েছে অভিনেতার গাড়ির সামনের দিকটা বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর তিনি তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন। প্রথম টালিগঞ্জ থানা, পরর্বতীতে চারু মার্কেট থানায় অভিযোগ জানান। 

প্রসঙ্গত 'বেনারসে বিভীষিকা' ছিল 'একেন বাবু' ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে সেটি। আবারও নতুন রহস্য, অ্যাডভেঞ্চার নিয়ে শীঘ্রই ফিরবেন বাঙালির এই জনপ্রিয় গোয়েন্দা। তবে এবার বড়পর্দায় নয়, ওটিটিতে। এই ফ্র্যাঞ্চাইজির শুরু যদিও ওটিটি মাধ্যমেই হয়েছিল। হইচই প্ল্যাটফর্মে নবম সিজন মুক্তি পাবে 'একেন বাবু'র। পুরুলিয়ায় শুটিং হবে সেই ছবির। থাকবে ছৌ নাচের চমক। তবে কোন রহস্যের উন্মোচন করবেন তিনি সেটা এখনও অজানা। 'একেন বাবু' হিসেবে সেই সিরিজে আবারও ধরা দেবেন অনির্বাণ চক্রবর্তী। 'বাপি বাবু' হিসেবে থাকবেন সুহত্র মুখোপাধ্যায় এবং 'প্রমথ' হিসেবে দেখা মিলবে সোমক ঘোষের।