নিজস্ব সংবাদদাতা: ফের মাঝপথে ছবির শুটিং বন্ধ টলিউডে! পরিচালক ও প্রযোজক কিংশুক দের ছবির শুটিং বন্ধ হল মাঝপথে - কারণ কলাকুশলীদের অসহযোগিতা ও অনুপস্থিতি। পরিচালক কিংশুক দে-র শুটে যথাসময় হাজির হলেন না কেউ। হাইকোর্টের নির্দেশের পরও অচলাবস্থা কাটল না টলিপাড়ার। এই অচলাবস্থায় শুটিংস্পটে হাজির হয়েছিলেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী সহ আরও অনেকে।
পরিচালক কিংশুক দে জানিয়েছেন, ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। যদিও প্রথম দিকে বাধা প্রাপ্ত হন তিনি। এদিন আবারও কল টাইম দিলেও হাজির হলেন না কলাকুশলীরা। ফেডারেশনের বিরুদ্ধে করা মামলা থেকে বহু পরিচালক সরে দাঁড়ালেও তিনি এই মামলার সঙ্গে যুক্ত, সেটাকে এই কারণ বলে মনে করছেন পরিচালক।
এই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বললেন, “আমরা যদি দোষী হই তাহলে সেটা আমাদের মুখের উপর কেন বলা হচ্ছে না। আমরা তো বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা বলছি। কী অপরাধ করেছি তা আমাদের সরাসরি কেন জানানো হচ্ছে না সেটাই প্রশ্ন। প্রশ্ন করছি বলেই হয়তো সমস্যার মুখোমুখি হচ্ছি।” এই মামলাকে মিথ্যা বলায় তিনি বলেন, “আমিও শুনেছি এই কথা। তবে শুধু মিথ্যা বললেই তো হবে না তা প্রমাণ করতে হবে।” কথাশেষে তাঁর সংযোজন, “আমার মাস্টারমশাইরা আমায় ছোটবেলা থেকে শিখিয়ে এলেন, প্রশ্ন করো। এখন প্রশ্ন করে দেখলাম, যে প্রশ্ন করার থেকে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।”
পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর কথায়, “যারাই কথা বলবেন তাঁদের কাজ আটকে দেওয়া, সেটাই দেখা যাচ্ছে এখন এবং মিথ্যা মামলা হলে সেটা কোর্ট বুঝবে।তবে আমরা যারাই কথা বলছি তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে বারবার, এর থেকেই হয়তো বোঝা যায় কী চলছে আসলে। কাজ বন্ধ মানে কলাকুশলীদেরও রোজগার বন্ধ হওয়া, এমনিতেই এখন কাজের সংখ্যা প্রচুর কমে গেছে তার মধ্যে যদি এরকম চলতে থাকে, তাহলে আর বলার কিছু নেই। আমরা প্রশ্ন করে যাব, লড়াই চালিয়ে যাব দেখা যাক কী হয়।”
কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের একটি গানের শুটিং বন্ধ হয়ে যায়, বন্ধ হয় সুদেষ্ণা রায়ের ছবির শুটিং। এর শেষ কোথায়? সমাধানই বা কী, সেটাই জানতে চান সকলে।
