বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পরিচালকদের তালিকায় নাম তুলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘অ্যানিম্যাল’— প্রতিটি ছবিই দর্শক-সমালোচকদের মধ্যে প্রবল আলোচনা তৈরি করেছে। তাঁর ছবির নির্মাণশৈলী নিয়ে যেমন তীব্র সমালোচনা হয়েছে, তেমনি প্রশংসাও এসেছে ঢল নামিয়ে। কিন্তু একটি ব্যাপারে সকলেই একমত— ভাঙ্গার ছবির প্রভাব উপেক্ষা করা যায় না।

এবার ফের খবরের শিরোনামে উঠে এলেন তিনি। সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার)-এ ভাইরাল হয়েছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— রণবীর কাপুর, শাহিদ কাপুরের সঙ্গে কাজ করার পর এবার কি তিন খানের (শাহরুখ, সলমন, আমির)-এর সঙ্গেও কাজ করার ইচ্ছে রয়েছে?

ভাঙা এক মুহূর্তও দেরি না করে উত্তর দেন— তিনি শাহরুখ খানের বিরাট ভক্ত এবং সুযোগ পেলে অবশ্যই কিং খানের সঙ্গে কাজ করতে চান। বিস্ময়ের বিষয়, তাঁর উত্তরে সলমন কিংবা আমিরের নাম ছিল না। ফলে নেটিজেনরা মজা করেই বলছেন, ভাঙার কাছে ‘খান’ মানেই কেবল শাহরুখ খান!

তবে এটাই প্রথম নয়। এর আগে গত বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অকপটে বলেছিলেন— “আমি ওঁর সবকিছুই ভালোবাসি। আমরা ‘পারফর্মার’ শব্দটা হালকাভাবে ব্যবহার করি, কিন্তু শাহরুখ সত্যিকারের টপ-লেভেল পারফর্মার।”

পরিচালকের আত্মবিশ্বাসী বক্তব্য— একদিন না একদিন শাহরুখের সঙ্গে তিনি অবশ্যই কাজ করবেন। আর এই মন্তব্যই নতুন করে উসকে দিয়েছে ভক্তদের আশার আগুন।


প্রসঙ্গত, বলিউডের শাহরুখ, আমির, সলমন - তিন খানকে পর্দায় একসঙ্গে চাক্ষুষ করতে কে না চান! শাহরুখ খান, সলমন খান এবং আমির খানকে একই ছবিতে দেখার জন্য কয়েক দশক ধরে ভক্তরা অপেক্ষায় আছেন। এবার এক ভাইরাল ভিডিও আবারও সেই স্বপ্নকে উস্কে দিয়েছে। ভিডিওটিয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই বলিউডের এই তিন সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে। এমনটা হলে যে তা নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চমক, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও সামনে আসে, যা দেখে বলিউড ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ভিডিওয় শুটিং সেটে একাধিক ভ্যানিটি ভ্যান দেখা যায়, যেগুলির দরজায় বড় অক্ষরে লেখা ছিল ‘শাহরুখ’, ‘সলমন’ এবং ‘আমির’। ক্লিপের একেবারে শেষে একজনকে বলতে শোনা যায়, “…তিনজন একসঙ্গে। কোন সিনেমা ভাই?” এই ছোট্ট দৃশ্যই ভক্তদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে যে, হয়তো অবশেষে তিন সুপারস্টারকে একই পর্দায় দেখা যাবে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া যেন উত্তেজনায় ফেটে পড়ে। ভক্তরা জল্পনা শুরু করেন, এটা কি নতুন কোনো সিনেমা, নাকি ওয়েব সিরিজ? আবার অনেকে ধারণা করছেন, হয়তো এটি হতে পারে কোনো বিশাল ব্র্যান্ড কোলাবোরেশন। কয়েক সেকেন্ডের একটি ক্লিপই বলিউডের তিন কিংবদন্তিকে একসঙ্গে দেখার স্বপ্নকে নতুন করে উস্কে দিয়েছে।