সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


দীপিকা-অনন্যার মিল কোথায়?


শকুন বত্রা পরিচালিত ছবি 'গেহরাইয়া'-তে দুই বোনের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন ও অনন্যা পাণ্ডেকে। কিন্তু বাস্তবেও নাকি দুই বোনের মতোই মিল রয়েছে দীপিকা-অনন্যার! এমনটাই দাবি করেছেন অনন্যা নিজেই। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন, ঠিক তখন অনেক কাছের মানুষ তাঁকে ছেড়ে গিয়েছে। কিন্তু তিনি হার মানেননি, মনের জোরে এগিয়ে গিয়েছেন। ঠিক এমন মনের জোর দীপিকা পাড়ুকোনেরও রয়েছে বলে তিনি লক্ষ্য করেছিলেন। 


মেয়ের প্রেমের গুঞ্জনে বিরক্ত শ্বেতা


বলিপাড়ায় পালক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের প্রেমের গুঞ্জন চলতেই থাকে। সইফ পুত্রের সঙ্গে মেয়ের প্রেমের গুঞ্জন নিয়ে কী মত মা শ্বেতা তিওয়ারির? মুম্বই সংবাদমাধ্যমকে খানিকটা বিরক্ত হয়েই তিনি জানান, এইসব বিষয়কে তিনি পাত্তা দেন না। কোনও নতুন বিষয় মানুষের স্মৃতিতে মাত্র চার ঘন্টা স্থায়ী হয়, তাই এত অল্প সময়ের জন্য কোনওকিছু নিয়ে ভাবেন না শ্বেতা।

 

প্রেমিকের সঙ্গে তুষারপাতের সাক্ষী তৃপ্তি

 

বছর শেষে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ফিনল্যান্ডের রোভানিমির বরফে ঢাকা রাস্তায় দেখা যায় তৃপ্তিকে। অন্যদিকে একই জায়গায় নেটিজেনদের নজর কাড়েন স্যামও। রোভানিমিতে তুষারপাতের সাক্ষী হতে পেরে দারুণ খুশি অভিনেত্রী। এমনটাই তিনি জানিয়েছেন সমাজ মাধ্যমে।