দিদি নম্বর ওয়ানে বর্তমানে চলছে প্রজাপতি ২ ছবিটির প্রচার। সদ্যই ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন মুক্তি পেয়েছে ছবিটি। ছবির কলাকুশলীরা এসে খেলে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার ছোটপর্দার বেশ কিছু জনপ্রিয় জুটি আসতে চলেছে দিদি নম্বর ওয়ানে। তারই ঝলক এদিন প্রকাশ্যে এল।
আগামী ২৮ ডিসেম্বর, রবিবারের বিশেষ সানডে ধামাকা পর্বে দেখানো হবে তারকা জুটিদের পর্ব। হাজির থাকবেন অনন্যা গুহ এবং তাঁর হবু স্বামী সুকান্ত কুণ্ডু। যদিও আইনত বিয়ে তাঁদের হয়ে গিয়েছে, আগামী বছর সামাজিক ভাবে গাঁটছড়া বাঁধবেন। সেই উপলক্ষ্যে এদিন দিদির মঞ্চে এসেই তাঁকে কার্ড দিয়ে বিয়েতে আমন্ত্রণ জানান দু'জনে। যদিও তাঁদের বিয়ের দিন কবে সেটা এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু বিয়ে প্রস্তুতি যে তুঙ্গে সেটা স্পষ্ট।
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসে ইনস্টাগ্রামে বেশ কয়েকটা ছবি পোস্ট করেন অনন্যা-সুকান্ত। যেখানে সুকান্তর আঙুলে দেখা গিয়েছে আংটি। সঙ্গে একটি ছবিতে লেখা, 'আমাকে বিয়ে করবে?' আর সেই সব ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে, তবে কি গোপনে এনগেজমেন্ট সারলেন অনন্যা-সুকান্ত? ছবিগুলি প্রকাশ্যে আসার পর যুগলকে ভালবাসা-শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। সেরেছেন বিদেশি কায়দায় আইবুড়োভাত, থুড়ি ব্যাচেলরেট। সেখানেই বন্ধুদের সঙ্গে হইহই করে আনন্দ করতে দেখা যায় অভিনেত্রীকে। উপস্থিত ছিলেন তাঁর দিদি তথা অভিনেত্রী অলকানন্দা গুহও।
অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বেটার হাফ ময়না বন্দ্যোপাধ্যায়ও আসবেন এই পর্বে। অভিনেতা মজা করে জানান বিয়ের এত বছর তাঁর দৃঢ় বিশ্বাস, স্বামী দারোয়ান আর স্ত্রী ভগবান বাক্যে। অন্যদিকে অভিনেতা রাহুল মজুমদার আক্ষেপ করে জানান বিয়ের পর তাঁর আর কোনও কদর নেই। বউয়ের অভিযোগ শুনে হেসে ফেলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। এই তিন জুটি ছাড়াও থাকবেন দেবময় মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী। ফলে গোটা পর্ব যে হাসি আড্ডা, মজা এবং নানা রকমের খেলায় জমজমাট হতে চলেছে সেটা স্পষ্ট। অভিনেত্রী অনন্যার প্রেমিক সুকান্ত কুন্ডু পেশায় আইটি কর্মচারী, ইঞ্জিনিয়ার। একই সঙ্গে তিনি একজন জনপ্রিয় ইউটিউবারও বটে। তাঁরা একসঙ্গে হামেশাই বিভিন্ন ধরনের ভিডিও বানান। লক্ষ লক্ষ ফলোয়ার্স তাঁদের। কখনও তাঁদের সেই ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর দিদি অলকানন্দা গুহ বা তাঁদের বন্ধু সায়ক চক্রবর্তীকেও।
প্রসঙ্গত দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো, এবং একটানা চলে আসা রিয়েলিটি শো। সঞ্চালিকা হিসেবে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। সানডে ধামাকা পর্বটি প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়।
