সংবাদসংস্থা মুম্বই: বলিউড অভিনেত্রী সোনম কাপুর বরাবরই লাইম লাইটে থাকেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন খুব বেশি ধরা দেয় না সোশ্যাল মিডিয়ায়। তবে বিশেষ মুহূর্তের ঝলক মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এবার আর সোনম নয়, সোনম এবং ছেলে বায়ুকে নিয়ে সোশ্যাল মাধ্যমের পাতায় মিষ্টি পোস্ট করলেন অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজা। মাতৃ দিবসের দিন ছেলের সঙ্গে সোনমের আদুরে ছবি শেয়ার করলেন তিনি। সেই সঙ্গে জুড়লেন অভিভাবকত্বের অভিজ্ঞতাও। তিনি লেখেন, "যখন আমরা আমাদের ছেলেকে জীবনের পাঠ দিই, তখন আমাদের ছেলে আমাদের শেখায় জীবনের আসল মানে কী"।
আনন্দের এই পোস্টে অনুরাগীরা জানিয়েছেন অসংখ্য শুভেচ্ছা ও ভালবাসা।

বরাবরই সোনমের ফ্যাশন চর্চায় থাকে। তবে মা হওয়ার পর জীবনে আসে পরিবর্তন। কীভাবে আবারও ফ্যাশন ডিভা হয়ে উঠলেন অভিনেত্রী, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, তাঁর আবারও আগের মতো হতে ১৬ মাস সময় লেগেছিল। কোনও ক্র্যাশ ডায়েট না করে, অতিরিক্ত ওয়ার্ক আউট না করে স্রেফ নিজের এবং নিজের সন্তানের যত্ন নিয়ে ধীরে ধীরে আগের চেহারায় ফিরে এসেছেন অভিনেত্রী। সোনমের কথায়, নারী হয়ে জন্মানো একটা দুর্দান্ত ব্যাপার।
মা হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে সোনম মুম্বই সংবাদ সংস্থাকে জানান, ছেলের জন্মের পর তাঁর সময়টা রোলার কোস্টার রাইডের মতো কেটেছে। তিনি এবং স্বামী আনন্দ আহুজা জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেকটাই বদলে গিয়েছেন। বাবা মা হওয়ার পর ছেলে বায়ুকে কেন্দ্র করেই তাঁদের সব আনন্দ, ভয় এসেছে বলেও জানান অভিনেত্রী।