বলিউডে নতুন সূর্যোদয়ের মতো উঠছিলেন তরুণ অভিনেতা প্রিয়াংশু, যিনি ‘বাবু রবি সিং ছেত্রী’ নামেও পরিচিত ছিলেন। ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ঝুন্ড’ ছবিতে দুরন্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু মাত্র ২১ বছর বয়সে থেমে গেল তাঁর জীবনযাত্রা— বন্ধুর হাতে খুন হলেন এই উঠতি অভিনেতা!

 

 খবর, বুধবার ভোররাতে নাগপুরে মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসার পর খুন হন প্রিয়াংশু! অভিযুক্ত বন্ধু ধ্রুব লালবাহাদুর সাহু (২০)-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, প্রিয়াংশু ও ধ্রুব বন্ধু ছিল এবং দু’জনই প্রায়ই একসঙ্গে মদ্যপান করতেন। মঙ্গলবার গভীর রাতে দু’জনে সাহুর মোটরবাইকে চেপে নাগপুরের জারিপাটকা এলাকার এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে যান। সেখানেই শুরু হয় বচসা। এক পর্যায়ে প্রিয়াংশু নাকি ধ্রুবকে হুমকি দেন— তারপর ঘুমিয়ে পড়েন। পুলিশ সূত্রর খবর, ধ্রুব আশঙ্কা করেন যে প্রিয়াংশু তাঁকে ক্ষতি করতে পারে। সেই ভয়ে সে তার দিয়ে প্রিয়াংশুকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। স্থানীয়রা সকালে আধশোয়া, আধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে যখন উদ্ধার করেন, তাঁর দেহে ছিল প্লাস্টিক তারের দাগ। সঙ্গে সঙ্গেই তাঁকে মায়ো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

‘ঝুন্ড’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ সহ-চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংশু। নাগরাজ মঞ্জুলে পরিচালিত ছবিটি বাস্তব জীবনের ‘স্লাম সকার’ -এর প্রবর্তক বিজয় বারসের অনুপ্রেরণামূলক বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল।