প্রায় ৫৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন। এর মধ্যে টানা প্রায় ৫০ বছর ধরে তাঁর সঙ্গেই কাজ করছেন একই মেকআপ আর্টিস্ট। দীপক সাওয়ান্ত। শনিবার ‘কউন বনেগা ক্রোড়পতি’-র একটি সাম্প্রতিক পর্বের একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেন দীপক, যেখানে অমিতাভকে তাঁকে নিয়ে হৃদয়ছোঁয়া কথা বলতে শোনা যায়।

সম্প্রচারের বিরতির সময় তোলা ওই ভিডিওয় দীপক যখন অমিতাভের চুল ও মেকআপ ঠিক করছিলেন, তখন দর্শকদের সামনে তাঁকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন বিগ বি। অমিতাভ বলেন, “ইনি দীপক সাওয়ান্ত। গত ৫০ বছর ধরে ও আমার সঙ্গে কাজ করছে। এই ৫০ বছরে আমি প্রায় ২০০টি ছবি করেছি, আর এমন একটিও দিন যায়নি যেদিন দীপক আমার সঙ্গে ছিল না। সব সময় দায়িত্বশীল। সময়মতো আসে। যা-ই হোক না কেন।”
এরপর কিছুটা আবেগঘন হয়ে অমিতাভ আরও যোগ করেন, “একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই হচ্ছে। তিন দিন আগে দীপকের ভাইয়ের মৃত্যু হয়েছে। তবুও আজ সে কাজে এসেছে। ওর মনে হয়েছে, আজ কাজ আছে মানে কাজ করতেই হবে। এটাই আসল সততা আর দায়িত্ববোধ।”

এই ভিডিওটি শেয়ার করে দীপক লেখেন, “বচ্চন সাহেবের এই প্রশংসা আমাকে সব সময় মাটিতে পা রেখে চলতে শেখায়। এমন একজন মানুষের সঙ্গে কাজ করা, যিনি নিজের টিমের প্রতি এতটা বিনয়ী, সম্মানজনক ও স্নেহশীল, এটা সত্যিই আশীর্বাদ। ৭৬ বছর বয়সেও তাঁর সৌজন্য আর উৎসাহ আমাকে প্রতিদিন আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।”

উল্লেখ্য, শুক্রবার শেষ হয়েছে ‘কউন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সম্প্রচার। অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের উদ্দেশ্যে আবেগঘন বিদায় জানান অমিতাভ। আশা করা হচ্ছে, আগামী সিজনেও তিনি এই জনপ্রিয় শোয়ে ফিরবেন।

ফিনালের শুরুতেই সরাসরি দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন অমিতাভ। আবেগ সামলাতে না পেরে তিনি বলেন, “কখনও কখনও এমন কিছু মুহূর্ত আসে, যেগুলো এত গভীরভাবে অনুভব করা হয় যে শেষ প্রান্তে পৌঁছনোর সময় মনে হয়, এই তো সবে শুরু হয়েছিল। অথচ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সবকিছু যেন গতকালের ঘটনা। আজ এই খেলাটার শেষ দিনের শুরু করতে গিয়ে সেই অনুভূতিগুলোই ফিরে আসছে। আপনাদের সঙ্গে আমি আমার জীবনের এক-তৃতীয়াংশেরও বেশি সময় কাটিয়েছি, এবং এটা আমার কাছে এক বিশাল সৌভাগ্যের বিষয়।”

এরপর দর্শকদের সঙ্গে নিজের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি আরও বলেন, “আমি যখনই মন থেকে বলেছি, আমি আসছি, আপনারা আমাকে দু’হাত মেলে গ্রহণ করেছেন। আমি হাসলে আপনারাও হেসেছেন, আর আমার চোখে জল এলে আপনাদের চোখও ভিজেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রায় আপনারাই আমার সঙ্গী। শুধু এটুকুই বলতে চাই, আপনারা থাকলে এই খেলা আছে, আর এই খেলা থাকলে আমি আছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।”