'কেবিসি'র হট সিটে বসে প্রতিযোগী আশা ধির্যাকে ‘অদ্ভুত মহিলা’ বলে সম্বোধন করেছিলেন অমিতাভ বচ্চন।আর তারপরেই স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে একেবারে জমিয়ে মজাও করলেন অমিতাভ বচ্চন। যা শুনে হেসে কুটোপাটি উপস্থিত দর্শক।

 

কেবিসি-র সপ্তদশ সিজনের সর্বশেষ পর্বে ওই প্রতিযোগী অমিতাভকে অনুরোধ করেন জয়া বচ্চনের প্রশংসা করতে। উত্তরে বিগ বি-র ছোট্ট করে জবাব—

“ম্যাডাম, আমাদের বিয়ের ৫২ বছর হয়ে গেল। এত বছর ধরে উনি আমাকে সহ্য করেছেন—এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে?”

কথা শেষ করেই হেসে উঠলেন তিনি, পাশাপাশি হাসিতে গড়াল গোটা সেট।

 

আশা নিজের প্রেমকাহিনি শোনাচ্ছিলেন। বললেন, তাঁর স্বামী প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়েছিলেন, এমনকী সটান বিয়ের প্রস্তাব দিতে পিছু নিতেন তাঁকে। এক সময়ে তিনি এক খাটো বন্ধুকে পাঠান স্বামীকে ধমক দিতে। এখানেই অমিতাভ যোগ করলেন তাঁর মজার মন্তব্য—

“আপনার গল্প খুব ভাল লাগল। তবে যেটা বললেন না যে খাটো বন্ধু উপরে তাকিয়ে আপনার স্বামীকে ধমক দিচ্ছে—এটা অন্তত আমার কাছে নতুন কিছু নয়।”

 

অমিতাভের উচ্চতার এই ইঙ্গিতটা যে জয়ার খাটো উচ্চতার দিকেই, তা বুঝতে বাকি রইল না কারও। মুহূর্তে হাসির রোল উঠল গোটা স্টুডিও জুড়ে।

 

প্রসঙ্গত, অমিতাভকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘কাল্কি ২৮৯৮ এডি’ (প্রভাস, দীপিকা) এবং ‘ভেট্টাইয়ান’ (রজনীকান্ত, রানা দগ্গুবতী) ছবিতে। তাঁর নাম শোনা যাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ, যেখানে রণবীর কাপুর ও সাই পল্লবীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তিনি। শোনা যাচ্ছে, 'জটায়ু'র চরিত্রে দেখা যেতে পারে 'বিগ বি'-কে।