আগামী ১১ অক্টোবর ৮৩ বছরের জন্মদিন উদযাপন করবেন অমিতাভ বচ্চন। সেই উপলক্ষে তাঁর গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে একটি বিশেষ পর্ব শুট করা হয়েছে। তাঁর ৮৩তম জন্মদিনে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সেই মঞ্চে নিজের আবেগ সামলাতে পারলেন না 'শাহেনশাহ'। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতার ও তাঁর পুত্র তথা জনপ্রিয় পরিচালক-অভিনেতা ফারহান আখতার। বিশেষ এই পর্বে শোনানো হয় এক হৃদয়স্পর্শী পুরনো অডিও ক্লিপ—যেখানে শোনা যায় অমিতাভের প্রয়াত মা তেজি বচ্চনের কণ্ঠ।
তেজি বচ্চনকে বলতে শোনা যায়, “আমি অত্যন্ত ভাগ্যবতী। আজ যেখানে যাই, সবাই আমার ছেলের জন্য আমাকে ভালবাসে। এক মায়ের পক্ষে এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না।”
মায়ের গলা শুনেই চোখ ভিজে আসে 'বিগ বি'-র। ঠোঁট কামড়ে কোনওরকমে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি। তা সত্বেও চশমার কাচ উপচে পড়ে চোখের জলে। সব দেখেশুনে দর্শকরা আবেগমথিত হয়ে হাততালি দিয়ে ওঠেন, আর অমিতাভ চোখ মুছতে মুছতে বলে ওঠেন—“মা তো মা-ই।”
ফারহান-জাভেদের সঙ্গে হাসি-মজায় ভরা এই পর্বের
প্রচার ঝলকে দেখা যায়, অমিতাভ স্মৃতিচারণ করছেন ২০০৪ সালের ‘লক্ষ্য’ সিনেমার শুটিং নিয়ে। ফারহান আখতার পরিতালিত সেই বিখ্যাত ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভকে। কেবিসি-র হট সিটে বসে হাসতে হাসতে 'বিগ বি' বললেন, “ এক রাতে ফারহান আমার ঘরে এসে জিজ্ঞেস করল—‘অমিতাভ আঙ্কল, আপনি কি কিছু সমস্যায় আছেন?’ তখন মনে হয়েছিল এই ছোট্ট মাস্টার সাহেব যেন আমাকেই অভিনয় শেখাচ্ছে!”
ফারহান যখন তাঁর বাবাকে জিজ্ঞেস করলেন—“আপনি ও অমিতাভ স্যার পরস্পরের থেকে কোন একটা গুণ চুরি করতে চান?”
জাভেদ মুচকি হেসে বললেন, “ওর মতো এত গুণবান আমি কোথাও দেখিনি, এই ইন্ডাস্ট্রিতে ওর মতো আর মানুষ নেই।” তারপর যখন ফারহান দুষ্টুমি করে জানতে চাইলেন—“মহিলাদের মধ্যে কার জনপ্রিয়তা বেশি ছিল?”
অমিতাভ সঙ্গে সঙ্গে আঙুল তুললেন জাভেদের দিকে।
নিজেকে কোনওমতে সামলে জাভেদ হাসতে হাসতে বললেন—“এ কেমন প্রশ্ন! এটা আবার জিজ্ঞেস করার কী আছে?”
প্রসঙ্গত, ১৯১৭ সালে লায়ালপুর, পাঞ্জাবে জন্ম অমিতাভের মা তেজি বচ্চনের। পরবর্তী জীবনে তিনি ছিলেন স্বনামধন্য কবি হরিবংশ রায় বচ্চনের স্ত্রী, নিজেও ছিলেন এক প্রতিভাবান থিয়েটার শিল্পী। লাহৌর বিশ্ববিদ্যালয়ের স্নাতক তেজি ছিলেন সঙ্গীত ও শিল্পকলার প্রেমী, দিল্লির সাংস্কৃতিক বৃত্তের এক সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তীকালে দিল্লি থেকে মুম্বইয়ে স্থায়ী হন। সৌন্দর্য, আত্মবিশ্বাস আর আধুনিক মনোভাব—সব মিলিয়ে তিনি ছিলেন অমিতাভের অনুপ্রেরণার উৎস।
২০০৭ সালের ২১ ডিসেম্বর, মুম্বইয়ে প্রয়াত হন তেজি বচ্চন। এত বছর কেটে গেলেও মায়ের কণ্ঠ শুনে এখনও চোখে জল আসে অমিতাভের—কারণ, মা-ই তো সেই প্রথম ভালবাসা, যে ছেলের সাফল্যের আলোয় নিজেকে ধন্য মনে করেন।
