সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফিরছেন হিনা
ক্যান্সারকে সঙ্গে নিয়েই ফের অভিনয় জগতে ফিরছেন বলি অভিনেত্রী হিনা খান। সমাজ মাধ্যমে অসুস্থতার খবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। মারণ রোগের সঙ্গে লড়াইয়ের প্রতিটা মুহূর্ত তিনি তুলে ধরেছিলেন। তাঁর অদম্য লড়াইয়ে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। এবার কাজে ফেরার সুখবর দিলেন অভিনেত্রী। 'গৃহলক্ষ্মী' নামে আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।
কত কোটির মালিক জায়েদ খান?
বলি অভিনেতা জায়েদ খান ২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন। শাহরুখ খানের সঙ্গে 'ম্যায় হুঁ না' ছবিতে দর্শক দেখেছিলেন তাঁকে। এরপরে বেশকিছু কাজ করলেও দর্শক মহলে তেমন জনপ্রিয়তা পান নি। জানা যায়, অভিনয়ের পাশাপাশি তিনি ব্যয় করেছিলেন বেশকিছু ব্যবসায়। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে জায়েদ খানের সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০০ কোটি। যা রণবীর কাপুর, আল্লু অর্জুন এমনকী প্রভাসকেও ছাপিয়ে গিয়েছে।
সলমনের জন্মদিনে ক্যাটরিনার শুভেচ্ছা
২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিনে প্রতি বছর তাঁর বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় ছিল পড়ার মতো। এদিন পরিবারের সঙ্গেই কাটালেন অভিনেতা। অনুরাগী থেকে বলি তারকাদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন 'ভাইজান'। এদিন ক্যাটরিনা কাইফ সমাজ মাধ্যমে সলমনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,"পৃথিবীর সমস্ত খুশি তোমার জন্য তোলা থাক। সমস্ত ইচ্ছে, স্বপ্ন ঈশ্বর পূরণ করুক। জন্মদিন তোমার মুখের হাসি বজায় রাখুক।" ক্যাটরিনার এই শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দারুণ খুশি। দূরত্ব ভুলে ফের একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন ক্যাটরিনা এমনটাই মনে করছেন তাঁরা।
