সংবাদসংস্থা মুম্বই: দিলজিতের 'সর্দারজি ৩' ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া।
আসলে একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ। পাঞ্জাবি সুপারস্টারের সিনেমা ঘিরে আপত্তি তুলল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। পাক তারকাদের নিয়ে ছবি করায় পাশাপাশি নেটিজেনরাও দিলজিৎকে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেছিলেন।
এমতাবস্থাতেই রিলিজের প্রাক্কালে বিতর্কের শিরোনামে 'সর্দার ৩'। এর আগে সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে দিলজিৎ দোসাঞ্ঝের ‘সর্দার ৩’ সিনেমাকে ছাড়পত্র না দেওয়ার আবেদন জানিয়েছিল ফিল্ম সংগঠন। ইতিমধ্যেই ভারতে ব্যান হয়েছে ছবির টিজার। ২৭ জুন ছবি মুক্তির আগে ফের বয়কটের দাবি তুলেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। ছবিটি ভারতে মুক্তি পেলে তা সন্ত্রাসবাদকে প্রভাবিত করবে, এই দাবিতে 'সর্দার ৩'-কে ভারতে বয়কটের ডাক দিয়েছে ওই ফিল্ম সংগঠন।
