সংবাদ সংস্থা, মুম্বই: অভিষেক বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে ভাঙার খবরে তোলপাড় বিনোদন দুনিয়া। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের পরকীয়ার কারণেই নাকি ভাঙন ধরেছে বচ্চন দম্পতির সম্পর্কে! কিন্তু সত্যি কি বলিপাড়ার ‘পাওয়ার কাপল’-এর ডিভোর্স হচ্ছে! বেশ অনেক দিন ধরে ফিসফাস চললেও এবার এনিয়ে মুখ খুললেন অভিনেতা তথা পরিচালক নিখিল দ্বিবেদী। কী জানালেন অভিষেকের ঘনিষ্ঠ বন্ধু নিখিল?
‘রাবণ’ ছবিতে অভিষেক-ঐশ্বর্যর সঙ্গে কাজ করেছেন নিখিল। তাছাড়াও বহুদিন ধরে বচ্চন পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক। সেই সূত্রেই পরিচালক জানিয়েছেন, “আজ পর্যন্ত ঐশ্বর্য ও অভিষেককে আলাদা থাকতে দিখিনি। দু’জনেই খুব দায়িত্বশীল। সুন্দরভাবে সংসার সামলান।”
দম্পতির বিচ্ছেদের গুঞ্জন রটায় রীতিমতো বিস্মিত নিখিল। পরিচালকের দাবি, নিন্দুকরা যাই বলুক, তিনি অভি-অ্যাশের বিচ্ছেদের গুঞ্জন মানেন না। এপ্রসঙ্গে অতীতের স্মৃতি হাতড়ে নিখিল বলেন, “একসঙ্গে কাজ করার সময়ে তাঁদের যেমন কাজের প্রতি পেশাদার মনোভাব দেখেছি, তেমনই সারাক্ষণ তাঁরা একে অপরের সঙ্গেই থাকতেন। কাজ নিয়ে কথা বলতেন। ওঁদের কখনও আলাদা থাকতে দেখিনি।” নিখিলের মতে, মন থেকেই অভিষেক-ঐশ্বর্য একে অপরকে ভালবাসেন। তাঁরা আদালা হতেই পারেন না!
২০০৭ সালে অভিষেক-ঐশ্বর্য গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে আসে কন্যা আরাধ্যা। বলিউডে গুঞ্জন, অভিষেক-ঐশ্বর্য বিচ্ছেদ হওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেছেন দু’জনে। আবার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পর্দায় জুটি হয়ে ফিরছেন দম্পতি। পরিচালক মণি রত্নমের সঙ্গে তৃতীয় ছবি করতে চলেছেন তাঁরা।
